TRENDING:

Malda News: বিশেষ সুযোগ জেলাবাসীদের জন্য! এই জায়গায় গেলেই বিনামূল্যে মিলবে একাধিক গাছের চারা

Last Updated:

জেলা জুড়ে প্রায় লক্ষাধিক চারা গাছ বিতরণ করা হবে বিনামূল্যে। কোথায় আবেদন করলে এবং কোথায় গেলে এই চারা গুলো পাবেন তা জানাল জেলা বন দফতর। আগামী ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ উপলক্ষে এই বিশেষ সুযোগ থাকছে জেলাবাসীর জন্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিএম মোমিন, মালদহ: বাড়ির সামনে ফাঁকা জায়গা রয়েছে। তাহলে বিশেষ সুযোগ রয়েছে আপনার জন্য। এই সপ্তাহের জন্য থাকছে বিনামূল্যে এই বিশেষ পরিষেবা। জেলা জুড়ে প্রায় লক্ষাধিক চারা গাছ বিতরণ করা হবে বিনামূল্যে। কোথায় আবেদন করলে এবং কোথায় গেলে এই চারা গুলো পাবেন তা জানাল জেলা বন দফতর। আগামী ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ উপলক্ষে এই বিশেষ সুযোগ থাকছে জেলাবাসীর জন্য। মালদহ জেলা বন দফতরের উদ্যোগে বিনামূল্যে চারা বিতরণ করা হবে মালদহ শহরে অবস্থিত বন বিভাগের রেঞ্জ দফতরে। স্কুল হক অথবা যেকোন রকম সরকারি, বেসরকারি সংস্থা। এই অফিসে গেলে সাদা কাগজে লিখিত আবেদন দিলেই পেয়ে যাবেন অতিরিক্ত ১০০ টি গাছের চারা। তবে ব্যক্তি বিশেষদের জন্য সেখানে গেলে পাওয়া যাবে অতিরিক্ত ৫’টি চারা।
advertisement

আরও পড়ুন: স্কুলে ঢুকলেই অ্যাটেনডেন্স মেসেজ, ছাত্রীদের নিরাপত্তায় নজির হুগলির গ্রামের এই বিদ্যালয়ের!

মালদহ জেলা বন দফতর আধিকারিক জিজু জায়েসপার জানান, “অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলাজুড়ে প্রায় এক লক্ষ গাছের চারা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৪ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত মালদহ বন বিভাগের রেঞ্জ অফিসে জেলার যে কোনো ব্যক্তিরা বিনামূল্যে এই চারা নিতে পারবেন। চারা নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো প্রক্রিয়া নয়। সহজেই যে কোনো ব্যক্তিরা রেজিস্টার খাতায় সই করে অতিরিক্ত পাঁচটি চারা নিয়ে যেতে পারবেন। পাশাপাশি কোন স্কুল, কলেজ, সরকারি বিভাগের দফতর অথবা বেসরকারি, সরকারি সংস্থাকে অতিরিক্ত ১০০ টি চারা দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে অফিসে এসে আগে থেকেই যে কোনো রকম সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে উপভোক্তাদের।”

advertisement

আরও পড়ুন: রাস্তার অবস্থা বেহাল! খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে প্রসূতিকে

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৮৫ ফুটের প্রতিমা! ঝাড়খন্ড থেকেও দেখতে আসছেন সবাই... কী এর বিশেষত্ব, জানুন
আরও দেখুন

প্রতিবছরই অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলা স্তরে চারা বিতরণ করা হয়ে থাকে বন বিভাগের উদ্যোগ। সেই মত এবছর মালদহ জেলার ইংরেজবাজার শহরে অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলা স্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে শুধুই অরণ্য সপ্তাহ নয় সারা বছরই চারা রোপন করা উচিত। কারণ পৃথিবীতে পরিবেশকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গাছ। যা মানুষের জীবনেরও একটি অংশ হিসেবে জানা হয়। তাই সাধারণত সর্বক্ষেত্রে বলা হয়ে থাকে একটি গাছ একটি প্রাণ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: বিশেষ সুযোগ জেলাবাসীদের জন্য! এই জায়গায় গেলেই বিনামূল্যে মিলবে একাধিক গাছের চারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল