আরও পড়ুন: স্কুলে ঢুকলেই অ্যাটেনডেন্স মেসেজ, ছাত্রীদের নিরাপত্তায় নজির হুগলির গ্রামের এই বিদ্যালয়ের!
মালদহ জেলা বন দফতর আধিকারিক জিজু জায়েসপার জানান, “অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলাজুড়ে প্রায় এক লক্ষ গাছের চারা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৪ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত মালদহ বন বিভাগের রেঞ্জ অফিসে জেলার যে কোনো ব্যক্তিরা বিনামূল্যে এই চারা নিতে পারবেন। চারা নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো প্রক্রিয়া নয়। সহজেই যে কোনো ব্যক্তিরা রেজিস্টার খাতায় সই করে অতিরিক্ত পাঁচটি চারা নিয়ে যেতে পারবেন। পাশাপাশি কোন স্কুল, কলেজ, সরকারি বিভাগের দফতর অথবা বেসরকারি, সরকারি সংস্থাকে অতিরিক্ত ১০০ টি চারা দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে অফিসে এসে আগে থেকেই যে কোনো রকম সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে উপভোক্তাদের।”
advertisement
আরও পড়ুন: রাস্তার অবস্থা বেহাল! খাটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছে প্রসূতিকে
প্রতিবছরই অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলা স্তরে চারা বিতরণ করা হয়ে থাকে বন বিভাগের উদ্যোগ। সেই মত এবছর মালদহ জেলার ইংরেজবাজার শহরে অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলা স্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে শুধুই অরণ্য সপ্তাহ নয় সারা বছরই চারা রোপন করা উচিত। কারণ পৃথিবীতে পরিবেশকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গাছ। যা মানুষের জীবনেরও একটি অংশ হিসেবে জানা হয়। তাই সাধারণত সর্বক্ষেত্রে বলা হয়ে থাকে একটি গাছ একটি প্রাণ।