School: স্কুলে ঢুকলেই অ্যাটেনডেন্স মেসেজ, ছাত্রীদের নিরাপত্তায় নজির হুগলির গ্রামের এই বিদ্যালয়ের!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
স্কুলের পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে এবার অভিনব উদ্যোগ চালু করল গ্রামের এক সরকারি বালিকা বিদ্যালয়। কোনও ছাত্রী গেট পেরিয়ে স্কুলে ঢুকলেই অভিভাবকের কাছে চলে যাচ্ছে অ্যাটেনডেন্স মেসেজ।
শুভদীপ ঘোষ, গোঘাট: স্কুলের পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে এবার অভিনব উদ্যোগ চালু করল গ্রামের এক সরকারি বালিকা বিদ্যালয়। কোনও ছাত্রী গেট পেরিয়ে স্কুলে ঢুকলেই অভিভাবকের কাছে চলে যাচ্ছে অ্যাটেনডেন্স মেসেজ। আবার স্কুল ছুটির পর স্কুলের গেট পেরলেই একইভাবে অভিভাবকের কাছে যাচ্ছে স্কুল থেকে বেরোনোর বার্তা। স্কুল ‘অন ওয়েব’ নামে এমনই অভিনব ডিজিটাল সিস্টেম চালু করল গ্রামের সরকারি বালিকা বিদ্যালয়। সহযোগিতায় এগিয়ে এল স্থানীয় পঞ্চায়েত। ছাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করা এবং অভিভাবকদের চিন্তামুক্ত রাখতে নয়া উদ্যোগ হুগলির কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ের।
তাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়াল স্থানীয় কামারপুকুর গ্রাম পঞ্চায়েত। উমেনস ফ্রেন্ডলি পঞ্চায়েত গড়ার লক্ষ্যে নারীদের উন্নয়নের বার্তা দিতেই উদ্যোগী হয়েছে পঞ্চায়েত। আরামবাগ মহকুমায় প্রথম কোনও বালিকা বিদ্যালয় এমন উদ্যোগ নিল। স্কুল কর্তৃপক্ষের দাবি, অনেক ছাত্রীই বাড়ি থেকে একা স্কুলে আসে। ফলে স্কুলে ঢুকতে অথবা স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হলে অভিভাবকরা বাড়িতে বসেই দুশ্চিন্তা করেন। এবার অ্যাটেনডেন্স মেসেজ চলে যাওয়ায় তাঁরা অনেকটাই স্বস্তি বোধ করছেন। গ্রামীণ সরকারি স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অভিভাবকরা।
advertisement
ইতিমধ্যেই নয়নতারা বালিকা বিদ্যালয়ে চালু হয়ে গিয়েছে এই ডিজিটাল সিস্টেম। স্কুলের ঢোকার গেটের পাশেই লাগানো হয়েছে ফেস স্ক্যানার। ছাত্রীরা স্ক্যানারের সামনে দাঁড়ালেই অভিভাবকরা মেসেজ পেয়ে যাচ্ছেন। এই উদ্যোগে সহযোগিতা করায় বিদ্যালয় পরিচালন কমিটি থেকে পঞ্চায়েতকে ধন্যবাদ জানিয়েছেন স্কুলের শিক্ষিকারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 2:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School: স্কুলে ঢুকলেই অ্যাটেনডেন্স মেসেজ, ছাত্রীদের নিরাপত্তায় নজির হুগলির গ্রামের এই বিদ্যালয়ের!