অভিজ্ঞ ও প্রশিক্ষিত কোচদের তত্ত্বাবধানে নিয়মিত ক্যারাটে অনুশীলনের সুযোগ পাচ্ছে তারা। মেয়েদের এইভাবে আত্মরক্ষার কৌশলে দক্ষ হতে দেখে অভিভাবকরাও অত্যন্ত খুশি ও আশাবাদী। সম্প্রতি রঘুনাথপুরের জয়চণ্ডী পাহাড়ে অনুষ্ঠিত হল এমনই এক বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ শিবির। সেখানে মেয়েদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি সমাজকে একটি শক্ত বার্তা দেওয়া হয়, নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতেই নিতে হবে।
advertisement
আরও পড়ুন: হাতেকলমে ‘অন্নদাতার’ পাঠ, ভাতের থালার পেছনের ১২০ দিনের লড়াই দেখল পড়ুয়ারা! মাঠই হল ক্লাসরুম
রঘুনাথপুরের এক্স ট্রিম ক্যারাটে সংস্থার সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচি বর্তমানে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এই বিষয়ে এক্স ট্রিম ক্যারাটের প্রশিক্ষক অনিরুদ্ধ দত্ত বলেন, “আমাদের লক্ষ্য ঘরে ঘরে এক একটি দুর্গা তৈরি করা। যাতে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যেকটি মেয়ে সাহসের সঙ্গে রুখে দাঁড়াতে পারে। তিনি আরও বলেন, “আমরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের শনাক্ত করব এবং তাদেরও এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ করে দেব।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যাতে তারা আগামী দিনে নিজের সুরক্ষার পাশাপাশি নিজ নিজ এলাকার অন্যান্য নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় সচেতনভাবে এগিয়ে আসতে পারে।” এই উদ্যোগ নিঃসন্দেহে নারী ক্ষমতায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও অনেক মেয়েকে আত্মনির্ভর ও নিরাপদ জীবনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।





