TRENDING:

Darjeeling News: মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা! কালিম্পং এর রাস্তায় ছুটবে পিঙ্ক পেট্রোল ভ্যান

Last Updated:

Darjeeling News: আরজি করের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। এই ঘটনার পরেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দার্জিলিং: আরজি করের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। এই ঘটনার পরেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। সেই অর্থেই কালিম্পং জেলা পুলিশ দ্বারা মহিলাদের নিরাপত্তা সুদৃঢ় করার উদ্দেশ্যে ‘পিঙ্ক পেট্রোল’ নামক পেট্রোলিং ভ্যানের উদ্বোধন করা হয়েছে। এই ভ্যান বিশেষভাবে মহিলাদের নিরাপত্তার জন্য নিয়োগ করা হবে। যেখানে ইন্সপেক্টর স্তরের মহিলা পুলিশ এবং মহিলা ড্রাইভারও থাকবেন।
advertisement

সমতলে প্রথম এই পিঙ্ক পেট্রল টিম অর্থাৎ নারী নিরাপত্তায় এই বিশেষ মহিলা পুলিশ বাহিনীর শুভ সূচনা করা হয়। সে অর্থেই এবার কালিম্পং জেলায় মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এই পিঙ্ক পেট্রল টিম চালু করা হল। এই পিঙ্ক পেট্রোল টিম কালিম্পং জেলার হাসপাতাল, স্কুল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মহিলাদের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করবে। বর্তমানে কালিম্পং জেলায় নারী নিরাপত্তায় তৈরি এই পিঙ্ক পেট্রল টিমের শুভ সূচনা করেন কালিম্পং জেলার জেলা প্রশাসক বালাসুব্রামানিয়াম টি, জেলা পুলিশ সুপার শ্রীহরি পান্ডে, এসপি পূর্ণিমা শেরপা সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা।

advertisement

এই প্রসঙ্গে কালিম্পং জেলার পুলিশ সুপার শ্রীহরি পান্ডে জানান,”নারী নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিশেষ মহিলা পুলিশ বাহিনী অর্থাৎ পিঙ্ক পেট্রোল টিম তৈরি করা হয়েছে। ভবিষ্যতের জেলার বিভিন্ন থানা গুলিতে এই টিম তৈরি করা হবে।” জেলার নাগরিকদের যে কোন সমস্যায় তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ India vs Bangladesh: সমস্যায় পড়বে বাংলাদেশ! নতুন ‘অস্ত্র’ তৈরি করছেন রোহিত-গম্ভীর জুটি

advertisement

View More

বর্তমানে কালিম্পং জেলার বিশেষ মহিলা বাহিনী অর্থাৎ পিঙ্ক পেট্রল টিমের দায়িত্বে রয়েছে এএসআই মহিলা পুলিশ কর্মকর্তা শুভনা সেওয়াল। এর পাশাপাশি ‘সেফড্রাইভ, সেভলাইফ’ অভিযানের অংশ হিসেবে যানবাহনে স্টিকার লাগানো এবং ড্রাইভারদের সাবধানে গাড়ি চালাবার জন্য উৎসাহিত করা হয়। নারী নিরাপত্তায় এই পিং পেট্রোল টিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

সুজয় ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: মহিলাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা! কালিম্পং এর রাস্তায় ছুটবে পিঙ্ক পেট্রোল ভ্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল