মালদহের ইংরেজবাজার ব্লকের শোভানগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এমনই অভিনব ক্লাস হল মালদহ শহরের একটি বিলাসবহুল সিনেমা হলে। বড়পর্দায় দেখানো হল ‘তোর্ষা একটি নদীর নাম’ ছবিটি। বর্তমান সমাজের বিভিন্ন বাস্তব চিত্রকে তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষের ঐক্যতার কথা তুলে ধরেছে এই সিনেমা। সর্বস্তরের মানুষজন ভেদাভেদ ভুলে কীভাবে নিজেদের মধ্যে সুষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারবেন সেই সমস্ত বিষয়ে শেখানো হয় ছাত্রছাত্রীদের।
advertisement
আরও পড়ুনঃ জয়েন্ট এন্ট্রান্স, নিটের কোচিং! চুঁচুড়ায় পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ, এরপর কোথায় হবে এই শিবির?
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ হরিস্বামী দাস জানান, সিনেমায় অভিনীত চরিত্রকে বাস্তব সমাজের সঙ্গে তুলনা করে ছাত্রছাত্রীদের বোঝানো হয় সিনেমার মূল উদ্দেশ্য। যাতে ছাত্র-ছাত্রীরা নিজেদের মধ্যে সামঞ্জস্য এবং ঐক্যতার মেলবন্ধন টিকিয়ে রাখে। তাই স্কুলের প্রায় ২০০ জন ছাত্রছাত্রীকে এদিন এই সিনেমা দেখানো হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল গেম, সোশ্যাল মিডিয়ায় কার্যত আসক্ত হয়ে পড়েছে মানুষ। যার ফলে ভুলতে বসেছেন সামাজিক দায়বদ্ধতা। তাই সমাজে মানুষের ঐক্যতা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে ধারণাকে জাগ্রত করতে সামাজিক বার্তামূলক এই সিনেমা দেখিয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস নিল মালদহের শোভানগর উচ্চ বিদ্যালয়।