জয়েন্ট এন্ট্রান্স, নিটের কোচিং! চুঁচুড়ায় পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ, এরপর কোথায় হবে এই শিবির?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
শ্রীরামপুর, চন্দননগর এবং জেলা সদর সাব ডিভিশনের প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী এদিনের শিবিরে যোগ দেন
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষঃ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে অভিনব উদ্যোগ। চুঁচুড়া রবীন্দ্রভবনে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য আয়োজিত হল জয়েন্ট এন্ট্রান্স এবং ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি শিবির। চলতি বছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৫০ বছর পূর্তি হচ্ছে। সেই কারণে বছরভর নানা কর্মসূচি নেওয়া হয়েছে।এবার চুঁচুড়ায় জয়েন্ট এন্ট্রান্স, নিটের মতো প্রবেশিকা পরীক্ষার কোচিংয়ের ব্যবস্থা করা হল। বাংলা মাধ্যম স্কুলের পড়ুয়া, বিশেষত আর্থিকভাবে দুর্বল এবং প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীদের জন্য জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষার প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হল।
হুগলি জেলার শ্রীরামপুর, চন্দননগর এবং জেলা সদর সাব ডিভিশনের প্রায় ৬০০ জন ছাত্রছাত্রী এদিনের শিবিরে যোগ দেন। যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষায় বসতে চান, তার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে, কবে এই পরীক্ষা হয়, তার ফর্ম ফিলাপ থেকে শুরু করে সমস্ত কিছু এদিন পড়ুয়াদের বিশদে জানানো হয়। দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পাঠরত পড়ুয়াদের জন্যই এই ব্যবস্থা বলে জানিয়েছেন হুগলির ডি আই সত্যজিৎ মন্ডল।
advertisement
আরও পড়ুনঃ উচ্চশিক্ষিত হয়েও জোটেনি চাকরি! জীবনযুদ্ধে বাবার চায়ের দোকানই ভরসা ‘ইঞ্জিনিয়ার’ ছেলের
হুগলি গার্লস হাই স্কুলের শিক্ষিকা শম্পা সানডি এই বিষয়ে বলেন, মেধা থাকা সত্ত্বেও দেখা যায় বাংলা মাধ্যমের ছেলেমেয়েরা এই ধরণের প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিছিয়ে থাকে। সাধারণত স্কুলে যে বই পড়ানো হয় তার থেকে এই পরীক্ষাগুলিতে একটু অন্য ধরণের প্রশ্ন আসে। ছাত্রছাত্রীদের তাই সেভাবেই এখানে গাইড করা হচ্ছে।
advertisement
advertisement
এই উদ্যোগে ছাত্রছাত্রীরাও খুশি। কারণ বেসরকারি কোচিংয়ে যেভাবে শেখানো হয়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় সেভাবেই তাঁদের শেখানো হচ্ছে। শিক্ষা সংসদের হুগলি জেলা কো-অর্ডিনেটর শুভেন্দু গড়াই বলেন, বাইরে থেকে বিশেষজ্ঞরা এসেছেন। তাঁরা ছাত্রছাত্রীদের গাইড করছেন। এতে উপকার হবে।
আরও পড়ুনঃ চিনকে টেক্কা ভারতের! বাংলার ইছাপুরেই এবার তৈরি হবে…! বছরে সাশ্রয় হবে ৩০০ কোটি
চুঁচুড়ার পর আরামবাগে এই ধরণের শিবির অনুষ্ঠিত হবে। ছাত্রছাত্রীদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে যার মাধ্যমে সংসদের বিষয়ভিত্তিক যে ভিডিও তৈরি করা হয়েছে সেগুলি তাঁরা দেখতে পাবেন। অনলাইন ক্লাস যেভাবে হয় ঠিক সেভাবেই ছাত্রছাত্রীরা প্রস্তুতি নিতে পারবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 6:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জয়েন্ট এন্ট্রান্স, নিটের কোচিং! চুঁচুড়ায় পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ, এরপর কোথায় হবে এই শিবির?