TRENDING:

South Dinajpur News: মেকআপ, সেলাই...আরও কতকী...! পড়াশুনার পাশাপাশি এবার রোজগারেরও দিশা দেখাচ্ছে এই কলেজ

Last Updated:

South Dinajpur News: প্রত্যেক ছাত্রছাত্রী যেন পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কাজ শিখে নিতে পারে, সেই লক্ষ্যেই এই কোর্সগুলি পরিচালিত হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: বাস্তবমুখী শিক্ষার নব প্রচেষ্টার মধ্য দিয়ে বেকারত্ব দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করল দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ। পেশাদারী ডিগ্রির পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে ছাত্রছাত্রীদের আত্মনির্ভর করে তুলতেই এই পথ চলা। গত এক সপ্তাহ ধরে কলেজে চলছে একাধিক বিষয়ের উপর অ্যাড-অন কোর্সের বিশেষ কর্মশালা।
advertisement

প্রত্যেক ছাত্রছাত্রী যেন পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে কাজ শিখে নিতে পারে, সেই লক্ষ্যেই এই কোর্সগুলি পরিচালিত হচ্ছে। যেখানে সেল্ফ মেকআপ, টেলারিং, সেলাই, কেক তৈরির মত প্রশিক্ষণ চলছে। এই সমস্ত প্রশিক্ষণ চলাকালীন ক্লাসরুমে ছাত্রীদের উপস্থিতি থাকছে চোখে পড়ার মত। অন্যদিকে সোলার প্রযুক্তি প্রশিক্ষণে ছাত্রদের সংখ্যাও খুব একটা কম নয়। মনোযোগ সহযোগে প্রশিক্ষকের যুক্তি দিয়ে বলা ব্যাখ্যাগুলো শুনছেন তারা। এমনকি কলেজের একটি প্রান্তে যেখানে মাশরুম চাষ হয়, সেখানেও সক্রিয়ভাবে শেখানো হচ্ছে এই কৃষিভিত্তিক উদ্যোগের কৌশল।

advertisement

আরও পড়ুন: অন্ধকার নামলেই ভয়ানক সব কাণ্ড…! ভাঙছে জানলার কাঁচ, শেষমেশ পরিষেবায় বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে

এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মধুরা চট্টোপাধ্যায় জানান, “ছাত্রছাত্রীদের বেকারত্ব দূর করতে বিগত প্রায় দেড় বছর ধরে দু’ধরণের কোর্স খোলা হয়েছে। একটি স্টুডেন্ট এমপ্লয়মেন্ট জেনারেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন সেল এবং স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট সেল। এই কোর্স চলাকালীন কলেজের তিন ধরনের সেমিস্টারের ছাত্রছাত্রীরা একইসঙ্গে থেকে কাজটা শিখে ফাইনাল সেমিস্টারের পর তারা যেন কর্মসংস্থানের সুযোগ পায় তার চেষ্টাই করছেন কলেজ কর্তৃপক্ষ।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কলেজে এইসমস্ত অ্যাড-অন কোর্সের পাশাপাশি কলেজের ইন্ডোরে চলছে যোগব্যায়ামের প্রশিক্ষণ। তবে, শুধু শরীরচর্চা নয়, এই প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মানসিক স্থিতি ও আত্মনিয়ন্ত্রণ তৈরির দিকেও নজর দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের মতে, মন ও শরীর উভয় সুস্থ না থাকলে কোন মানুষ দক্ষ নাগরিক হয়ে উঠতে পারে না। তাই সেসব কথা মাথায় রেখে এই ধরণের ব্যাতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: মেকআপ, সেলাই...আরও কতকী...! পড়াশুনার পাশাপাশি এবার রোজগারেরও দিশা দেখাচ্ছে এই কলেজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল