এসেছে হাতে তৈরির কাজের বিভিন্ন জিনিস। এমনকি লাইভ তৈরি করে দেওয়া হচ্ছে গয়না।এসেছে ১০ টির বেশি স্টল।চিলাপাতা উৎসব দেখতে আসেন শুধু আলিপুরদুয়ার জেলার মানুষেরা নয়, পার্শ্ববর্তী জেলার মানুষেরা আসেন।এবারে এখানে এসে সোনাঝুরির হাট দেখতে পাওয়া এক উপরি পাওনা। সোনাঝুরির হাটের ব্যবসায়ী অর্পিতা দাস জানান, “কাঁথা স্টিচের কদর রয়েছে। তাই কাঁথা স্টিচের শাড়ি, চুড়িদার বিক্রি হচ্ছে। এছাড়াও কাপড়ের গয়না বিক্রি হচ্ছে। সাড়া খুব ভাল পেলাম। আগামীতেও আসব আমরা।”
advertisement
আরও পড়ুন: হরিপুরা কংগ্রেসের ভাষণ, ছোটদের সঙ্গে লুকোচুরি…এ বাড়িতে ভাসে নেতাজির স্মৃতি
চিলাপাতা উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে আলিপুরদুয়ার। জেলার ১ নম্বর ব্লকের চিলাপাতা মোড়ে শালবাগানে হয়েছে চিলাপাতা উৎসবের আয়োজন।বক্সার পর্যটনে ভাটা দেখা দেওয়ায় এবারে পর্যটকদের দেখা গিয়েছে চিলাপাতায়। জমে উঠেছে চিলাপাতা উৎসবের আদিবাসী মেলা।পর্যটকরা যেন নিরাশ হয়ে না ফিরে যান তার জন্য এই ছোট সোনাঝুরি হাটের আয়োজন।স্থানীয় হস্তশিল্পীরা এসেছেন এখানে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের মাঝেই ভয়ঙ্কর ঘটনা, চা বাগানে মিলল তরুণীর দেহ!
সঙ্গে রয়েছে বোলপুরের বাউল শিল্পী এবং ব্যান্ডও। অন্যদিকে রাভা, মেচ, আদিবাসীর মত বিভিন্ন জনজাতির বিভিন্ন খাওয়ার স্টল পাওয়া যাচ্ছে এই উৎসবে।
Annanya Dey