পরপর ৩টি সোলার প্লেট চুরি যাওয়ার ঘটনায় এলাকার মানুষেরা রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, "মঙ্গলবার গভীর রাতে কে বা কারা জেলা সেচ দফতরের পক্ষ থেকে বসানো সোলার পাম্পের তিনটি সোলার প্লেট চুরি করে নিয়ে যায়।"
আরও পড়ুন- চাকরি প্রার্থীদের জন্য ভুয়ো পরীক্ষার ব্যবস্থা! লাখ লাখ টাকা গায়েব করে অয়ন শীল!
advertisement
তবে এই চুরির বিষয় নিয়ে সেচ দফতরের দেওয়া সোলার পাম্প-এর দায়িত্বে থাকা সংশ্লিষ্ট এলাকার কৃষক মোস্তাফ মিয়া জানান, গতকাল রাত আনুমানিক ১১ টা নাগাদ তিনি তাঁর জমিতে থাকা জেলা সেচ দফতরের দেওয়া সোলার পাম্প মেশিনের কাছে গিয়ে নিত্যদিনের মতন সবকিছু ঠিক আছে কিনা দেখেন। এবং তারপর নিজের বাড়িতে ফিরে আসেন। তবে তখনও পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল। কিন্তু, এদিন সকালে জমিতে গিয়ে দেখেন সোলার পাম্প এর তিনটি সোলার প্লেট চুরি হয়ে গিয়েছে। এই ঘটনায় তিনি রীতিমত অবাক হয়ে যান। তবে অবাক হওয়ার পাশপাশি দুশ্চিন্তাতেও পড়ে যান তিনি।
যদিও তিনি তার বাড়ির পাশের অন্যান্য কৃষকদের ডেকে আনেন কিছুক্ষন এর মধ্যেই। তারপর সকলে মিলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে গোটা বিষয়টি জানান।
আরও পড়ুন- বকখালিতে প্রেমিকাকে নৃশংস খুনের ঘটনা! বিচারে 'দৃষ্টান্তমূলক' সাজার ঘোষণা আদালতের
গ্রাম পঞ্চায়েত সদস্যর মতামত অনুযায়ী এরপর সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত প্রায় পাঁচ বছর আগে কোচবিহার সেচ দফতরের পক্ষ থেকে নাজিরগঞ্জ গ্রামের সংশ্লিষ্ট এলাকার সোলার চালিত পাম্প মেশিন বসানো হয়।
প্রায় কুড়ি থেকে বাইশটি পরিবারের কৃষকদের কৃষিকাজে সুবিধার জন্য এই পাম্প মেশিন বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়। এই সোলার পাম্প এর জল ব্যবহার করেই কৃষিকাজ করে থাকেন তাঁরা। এর ফলে অতিরিক্ত বিদ্যুৎ বিল থেকে অনেকটাই রেহাই পান সকলে।
Sarthak Pandit