South 24 Parganas News: বকখালিতে প্রেমিকাকে নৃশংস খুনের ঘটনা! বিচারে 'দৃষ্টান্তমূলক' সাজার ঘোষণা আদালতের

Last Updated:

South 24 Parganas News: বকখালিতে খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করল কাকদ্বীপ মহকুমা আদালত।এই প্রথম কাকদ্বীপ মহকুমা আদালতে দেওয়া হল ফাঁসির নির্দেশ। ২০১৮ সালের একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এই ফাঁসির নির্দেশ দেওয়া হয়।

খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা
খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা
কাকদ্বীপ: বকখালিতে খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করল কাকদ্বীপ মহকুমা আদালত। এই প্রথম কাকদ্বীপ মহকুমা আদালতে দেওয়া হল ফাঁসির নির্দেশ। ২০১৮ সালের একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এই ফাঁসির নির্দেশ দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার দ্বারিকনগরের এক ৩২ বছরের গৃহবধূকে প্রেমের জালে ফাঁসিয়ে সমর পাত্র নামে এক যুবক বকখালির একটি হোটেলে নিয়ে যায়। সেখানেইওই গৃহবধূকে শ্বাস রোধ করে খুন করা হয়। এছাড়াও তার শরীরে ধারালো কোনও কিছু দিয়ে ক্ষতবিক্ষত করা হয়। এদিন রাতেই খুন করে অভিযুক্ত বাথরুমের জানালা ভেঙে পালিয়ে যায়।
পরদিন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ওই হোটেল থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে। এরপরই ওই হোটেলের ম্যানেজার এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এই কেসের তদন্তকারী পুলিশ অফিসার অর্পণ নায়েক তদন্ত শুরু করেন।
advertisement
advertisement
তদন্তে গতি আনতে সাহায্য করেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু দাস। তদন্তে নেমে প্রায় দেড় মাস পর অভিযুক্ত সমর পাত্রকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কাকদ্বীপ মহকুমা আদালতে এই ঘটনার বিচার চলতে থাকে। তবে বিচার চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল, একবারও জামিন পায়নি বলেই জানা যায়।
advertisement
অবশেষে বুধবার এই খুনের ঘটনার রায় ঘোষণা করা হয়। এদিন কাকদ্বীপ মহকুমা আদালতের বিচারক তপন কুমার মন্ডল অভিযুক্ত সময়কে ফাঁসির নির্দেশ দেন। এবিষয়ে কাকদীপ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অমিতাভ রায় জানান, ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হওয়ার পথ থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তবে তদন্তের ক্ষেত্রে পুলিশ কোথাও ফাঁকফোকর রাখেনি। এই কেসের তদন্তে ফরেন্সিক এক্সপার্টকেও কাজে লাগানো হয়। এছাড়াও ১৮ জনকে সাক্ষী করা হয়। গুরুত্বপূর্ণ ৬৩টি নথিপত্র আদালতে দাখিল করা হয়েছে। দীর্ঘদিন বিচার বিবেচনার পর অবশেষে এদিন বিচারক ফাঁসির নির্দেশ দেন।
advertisement
বিশ্বজিৎ হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বকখালিতে প্রেমিকাকে নৃশংস খুনের ঘটনা! বিচারে 'দৃষ্টান্তমূলক' সাজার ঘোষণা আদালতের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement