South 24 Parganas News: বকখালিতে প্রেমিকাকে নৃশংস খুনের ঘটনা! বিচারে 'দৃষ্টান্তমূলক' সাজার ঘোষণা আদালতের
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
South 24 Parganas News: বকখালিতে খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করল কাকদ্বীপ মহকুমা আদালত।এই প্রথম কাকদ্বীপ মহকুমা আদালতে দেওয়া হল ফাঁসির নির্দেশ। ২০১৮ সালের একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এই ফাঁসির নির্দেশ দেওয়া হয়।
কাকদ্বীপ: বকখালিতে খুনের ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করল কাকদ্বীপ মহকুমা আদালত। এই প্রথম কাকদ্বীপ মহকুমা আদালতে দেওয়া হল ফাঁসির নির্দেশ। ২০১৮ সালের একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এই ফাঁসির নির্দেশ দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার দ্বারিকনগরের এক ৩২ বছরের গৃহবধূকে প্রেমের জালে ফাঁসিয়ে সমর পাত্র নামে এক যুবক বকখালির একটি হোটেলে নিয়ে যায়। সেখানেইওই গৃহবধূকে শ্বাস রোধ করে খুন করা হয়। এছাড়াও তার শরীরে ধারালো কোনও কিছু দিয়ে ক্ষতবিক্ষত করা হয়। এদিন রাতেই খুন করে অভিযুক্ত বাথরুমের জানালা ভেঙে পালিয়ে যায়।
পরদিন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ওই হোটেল থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে। এরপরই ওই হোটেলের ম্যানেজার এই বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে এই কেসের তদন্তকারী পুলিশ অফিসার অর্পণ নায়েক তদন্ত শুরু করেন।
advertisement
advertisement
তদন্তে গতি আনতে সাহায্য করেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু দাস। তদন্তে নেমে প্রায় দেড় মাস পর অভিযুক্ত সমর পাত্রকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কাকদ্বীপ মহকুমা আদালতে এই ঘটনার বিচার চলতে থাকে। তবে বিচার চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল, একবারও জামিন পায়নি বলেই জানা যায়।
advertisement
অবশেষে বুধবার এই খুনের ঘটনার রায় ঘোষণা করা হয়। এদিন কাকদ্বীপ মহকুমা আদালতের বিচারক তপন কুমার মন্ডল অভিযুক্ত সময়কে ফাঁসির নির্দেশ দেন। এবিষয়ে কাকদীপ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অমিতাভ রায় জানান, ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার হওয়ার পথ থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তবে তদন্তের ক্ষেত্রে পুলিশ কোথাও ফাঁকফোকর রাখেনি। এই কেসের তদন্তে ফরেন্সিক এক্সপার্টকেও কাজে লাগানো হয়। এছাড়াও ১৮ জনকে সাক্ষী করা হয়। গুরুত্বপূর্ণ ৬৩টি নথিপত্র আদালতে দাখিল করা হয়েছে। দীর্ঘদিন বিচার বিবেচনার পর অবশেষে এদিন বিচারক ফাঁসির নির্দেশ দেন।
advertisement
বিশ্বজিৎ হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 8:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বকখালিতে প্রেমিকাকে নৃশংস খুনের ঘটনা! বিচারে 'দৃষ্টান্তমূলক' সাজার ঘোষণা আদালতের