Hooghly news | Ayan Sil: বিশ্বাস অর্জনের জন্য চাকরি প্রার্থীদের নিয়ে ভুয়ো পরীক্ষার ব্যবস্থা! লাখ লাখ টাকা গায়েব করে অয়ন শীল!

Last Updated:

Hooghly news | Ayan Sil: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে অয়ন। জানুন

প্রতিকী চিত্র 
প্রতিকী চিত্র 
হুগলি: বিকাশ ভবনে চাকরি পার্থীদের নিয়ে গিয়ে ভুয়ো পরীক্ষার ব্যবস্থা করেছিল অয়ন শীল। সেখানে সাদা খাতার ওপর সই করতে বলা হয়েছিল চাকরী প্রার্থীদের। তারপরে তাদের থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে অয়ন। এমনটাই অভিযোগ করছেন টাকা দিয়েও চাকরি না পাওয়া চাকরিপ্রার্থীদের অভিভাবকরা।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সবার প্রথম পার্থ চট্টোপাধ্যায় তারপরে তার সূত্র ধরে মানিক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও এখন অয়ন শীল। হুগলির চুঁচুড়ার বাসিন্দা অয়ন চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন মানুষজনকে মিথ্যা চাকরির প্রত্যাশা দিয়ে। যাতে চাকরিপ্রার্থীদের অয়নের উপর বিশ্বাস জন্মায় তাই জন্য ভুয়ো পরীক্ষারও আয়োজন করেছিল শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল। ২০১৭ সালে বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের নিয়ে গিয়ে চলে ভুয়ো পরীক্ষা। তারপরেই দুই ছেলেকে চাকরি দেবার নাম করে দশ লক্ষ টাকা নেয় অয়ন এমন টাই দাবি প্রতারিত বলাগরের বাসিন্দা বাসুদেব ঘোষ।
advertisement
advertisement
বলাগড়ের ইনছুড়ার বাসিন্দা বাসুদেব ঘোষ। প্রতারিতদের ভরসা পেতে বিকাশ ভবনে চাকরির পরীক্ষার ব্যবস্থা করেছিলেন অয়ন। বাসুদেবের দাবি, ছেলে ও মেয়ের স্কুলে চাকরির জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলেন অয়ন শীলকে। কিন্তু সে চাকরি হয়নি। এদিকে ততদিনে চুঁচুড়া ছেড়ে সল্টলেকে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন অয়নও।
advertisement
আরও পড়ুন:
সেই কথার রেশ ধরেই বাসুদেব বলেন, “আমাদের বিকাশ ভবনেও নিয়ে গিয়েছিল। সাদা খাতার উপর সই করে ইন্টারভিউও করিয়েছিল। কিন্তু তারপরও কিছু হয়নি। আমরা অনেকেই টাকা দিয়েছিলাম। সকলকে বলেছিল ৫ লক্ষ টাকা দিলেই চাকরি। আমি নগদ ১০ লক্ষ টাকা দিই।”
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly news | Ayan Sil: বিশ্বাস অর্জনের জন্য চাকরি প্রার্থীদের নিয়ে ভুয়ো পরীক্ষার ব্যবস্থা! লাখ লাখ টাকা গায়েব করে অয়ন শীল!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement