জানা গিয়েছে, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের জন্য বন দফতর ১০টি বাস ভাড়ায় নিচ্ছে। এবিষয়ে ইতিমধ্যে টেন্ডার করা হয়েছে বলে বনমন্ত্রী জানান। তবে সাফারি পার্কের পর্যটকদের সুবিধার্থে ২০টি বাস কেনা হবে বলে মন্ত্রী জানান। হয় ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, নয়তো জু অথরিটি বাস কিনবে বলে বনমন্ত্রী জানিয়েছেন। এক্ষেত্রে ফরেস্ট ডিরেক্টরেট জু অথরিটিকে আর্থিক সহযোগিতা করতে পারে বলে তিনি জানিয়েছেন। তবে যদি দেখা যায় বাস কিনতে অনেক বেশি খরচ হচ্ছে তবে ভাড়া নিয়েই কাজ চালানো হবে বলে জ্যোতিপ্রিয় জানান।
advertisement
আরও পড়ুন: বড় খবর! অনুব্রত মণ্ডলের জীবনে আশার আলো? CBI-কে নোটিস ইস্যু করল সুপ্রিম কোর্ট
অন্যদিকে, মহানন্দা অভয়ারণ্য এলাকায় ইকো-সেনসিটিভ জোন ঘোষণা করা নিয়ে বন দফতর চিন্তায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, মহানন্দা অভয়ারণ্য এলাকায় ইকো- সেনসিটিভ জোন ঘোষণা করতে হলে শিলিগুড়ি শহরের বিস্তৃত এলাকা ওই জোনের আওতায় আসবে। এতে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। তাই মহানন্দা অভয়ারণ্যের ক্ষেত্রে ১০ কিলোমিটার এলাকার বদলে ১ কিলোমিটার এলাকাকে যাতে ইকো- সেনসিটিভ জোনের আওতায় আনা হয় সেই বিষয়ে বন দফতর দিল্লিতে দরবার করেছে।
আরও পড়ুন: হঠাৎ দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, CPIM-কে নিয়ে তোলপাড় ফেলা মন্তব্য! ব্যাপার কী?
বনমন্ত্রী বলেন, ‘ইকো-সেনসিটিভ জোনের জন্য চিন্তায় রয়েছি। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এর বাইরে সাফারি পার্কের উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে। সাফারি পার্কে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। রাজ্যের সমস্ত চিড়িয়াখানাতেই হাসপাতাল হবে। বন দফতর এই প্রথম ছয়জন বাস্তুকার নিয়োগ করছে। এই বাস্তুকাররা পুরোপুরিভাবে বন দফতরের হয়েই কাজ করবেন।’
—— অনির্বাণ রায়