ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী, যিনি আসানসোলের বাসিন্দা এবং ভিক্টর ঘোষ হুগলির ভুবনেশ্বরের বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত দুজন গত ১৯ তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছায়। প্রধাননগর থানা অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা। এরপর গতকাল পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়।স্বর্ণালঙ্কার সহ দামী জিনিসপত্র চুরি করে।
সেই চুরির ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।২৪ ঘণ্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী ভিক্টরকেও গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুন: ভাঙড়ে মিলল একটা ব্যাগ, পুলিশ খুলতেই যা মিলল, তাজ্জব সকলে! এত এত ওগুলো কী!
এই বিষয়ে শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার।তিনি বলেন, ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে।বিমানে এসে শিলিগুড়িতে থেকে চুরির ঘটনা ঘটায় তারা।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
অনির্বাণ রায়





