TRENDING:

Siliguri News: এমন চোরের কথা জীবনে শোনেননি! এ তো একেবারে ভিআইপি চোর! শিলিগুড়িতে যা ঘটল, শুনে আঁতকে উঠবেন

Last Updated:

Siliguri News: ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ওই ২ জন ভিআইপি চোরকে গ্রেফতার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: বিমানে করে শিলিগুড়িতে চুরি করতে এসেছিল চোর। এরপর শিলিগুড়ির নামী হোটেলে থেকে চুরির ঘটনা ঘটায়। যদিও শেষ রক্ষা হল না। পুলিশের হতে ধরা পড়ে যায় তারা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ওই ২ জন ভিআইপি চোরকে গ্রেফতার করল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
advertisement

ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী, যিনি আসানসোলের বাসিন্দা এবং ভিক্টর ঘোষ হুগলির ভুবনেশ্বরের বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত দুজন গত ১৯ তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছায়। প্রধাননগর থানা অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা। এরপর গতকাল পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়।স্বর্ণালঙ্কার সহ দামী জিনিসপত্র চুরি করে।

সেই চুরির ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ।২৪ ঘণ্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী ভিক্টরকেও গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার হয়।

advertisement

আরও পড়ুন: ভাঙড়ে মিলল একটা ব্যাগ, পুলিশ খুলতেই যা মিলল, তাজ্জব সকলে! এত এত ওগুলো কী!

এই বিষয়ে শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার।তিনি বলেন, ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে।বিমানে এসে শিলিগুড়িতে থেকে চুরির ঘটনা ঘটায় তারা।এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ।বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ময়নার চার শতাব্দী প্রাচীন রাসমেলার অন্যতম আকর্ষণ এই কদমা! আপনি চাইলে বাড়িতেও বানাতে পারেন
আরও দেখুন

অনির্বাণ রায়

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: এমন চোরের কথা জীবনে শোনেননি! এ তো একেবারে ভিআইপি চোর! শিলিগুড়িতে যা ঘটল, শুনে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল