হাতির ভয়ে ধান কাটার হিড়িক আলিপুরদুয়ারে! আলিপুরদুয়ারের চিতাপাতায় হাতির হানার আতঙ্ক। জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া চিলাপাতা। নিয়মিত ফসল সাবাড় করতে আসছে হাতির দল। ধান পাকার আগেই কাচা ধান কেটে ফেলছেন চিলাপাতার কৃষকরা