TRENDING:

হঠাৎ করেই ম‍্যালেরিয়া ছড়াল আলিপুরদুয়ারে! চিন্তার মাঝেই স্বাস্থ্য দফতরের বিশেষ পরামর্শ

Last Updated:

হঠাৎ করে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলায়। বিশেষ করে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে দেখা গিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার, অনন্যা দে: হঠাৎ করে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলায়। বিশেষ করে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে দেখা গিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। প্রতি বাড়ি থেকে ছয়-সাত জন ম্যালেরিয়া আক্রান্ত। দোসর হিসেবে ডেঙ্গি থাবা বসিয়েছে জেলায়। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।
advertisement

একই পরিবারের আটজন, আবার কোনও পরিবারের ছয় জন ম্যালেরিয়া আক্রান্ত। তারা সকলেই চিকিৎসাধীন আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোডাঙা গ্রামীণ হাসপাতালে। বর্তমানে হাসপাতালে গেলে দেখা যায় মশারি টাঙিয়ে রোগীদের রাখা হয়েছে। ম্যালেরিয়ার এমন পরিস্থিতি যে সঠিক পরিসংখ্যান করে উঠতে পারছেন না এই ব্লকের স্বাস্থ্য আধিকারিক। খুব শীঘ্রই স্বাস্থ্য কর্মীদের প্রতিটি বাড়িতে পাঠিয়ে প্রতিটি সদস্যের রক্তের নমুনা সংগ্রহ করা হবে।

advertisement

আরও পড়ুন: আর নয় নিষিদ্ধ প্ল্যাস্টিক, এবার একই দামে মিলছে পচনশীল ক্যারি ব্যাগ! দূষণ রোধে দুর্গাপুরের যুবকের সফলতার গল্প প্রশংসনীয়

View More

এই ব্লকে ডেঙ্গিতে  আক্রান্ত হয়েছেন দু’জন। তাদেরও চিকিৎসা চলছে গ্রামীণ হাসপাতালে। এমনটাই জানা গিয়েছে হাসপাতালে গিয়ে। তুরতুরি গ্রাম পঞ্চায়েতের সিমলাবাড়ি গ্রামে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি দেখা গিয়েছে। এই এলাকায় এই রোগে আক্রান্ত বেশি কিশোর-কিশোরীরা।  যাদের বয়স ১০ থেকে ১৩ এর মধ্যে। ব্লক স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, যারা ভর্তি হচ্ছে ম্যালেরিয়া নিয়ে তাদের অধিকাংশের জ্বর নেই। ম্যালেরিয়ার কোনও উপসর্গও দেখা যাচ্ছে না। যা একরকমের চিন্তার বিষয়।এমনিতেই আলিপুরদুয়ার জেলা ডেঙ্গির আতুরঘর নামে পরিচিত। এবারে ম্যালেরিয়া চোখ রাঙাতে শুরু করেছে জেলায়। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে পরিবারের কেউ অসুস্থ থাকলে তার রক্ত পরীক্ষা করাতে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
‘আমার দলে কোনও মেয়ে খেলোয়াড় ছিল না, রিচা একা ছেলেদের সঙ্গে অনুশীলন করত’ -প্রথম কোচ
আরও দেখুন

আলিপুরদুয়ার দুই ব্লকের স্বাস্থ্যকর্তা অর্পণ কুমার বিষয়ী জানিয়েছেন, “নজরদারি রাখা হচ্ছে এই এলাকায়। ব্লক স্বাস্থ্য  এবং জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং কর্মীরা ওই এলাকায় পরিদর্শনে যাবেন। মশারির ব্যবহার সকলকে করতে হবে। “

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হঠাৎ করেই ম‍্যালেরিয়া ছড়াল আলিপুরদুয়ারে! চিন্তার মাঝেই স্বাস্থ্য দফতরের বিশেষ পরামর্শ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল