West Bengal: ভাঙড়ে মিলল একটা ব্যাগ, পুলিশ খুলতেই যা মিলল, তাজ্জব সকলে! এত এত ওগুলো কী!

Last Updated:

West Bengal: ভাঙড়ের ঘটকপুকুরে উদ্ধার ব্যাগ ভর্তি টাকা।

উদ্ধার গাড়ি ও টাকা
উদ্ধার গাড়ি ও টাকা
দক্ষিণ ২৪ পরগনা : ভাঙড়ের ঘটকপুকুরে উদ্ধার হল ব্যাগ ভর্তি টাকা। উদ্ধার করেছে ভাঙ্গড় ট্রাফিক গার্ডের পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় একটি বুলেট বাইক নিয়ে দুই ব্যক্তি ঘটকপুকুর চৌমাথায় থেকে ভাঙ্গরের দিকে সিগন্যাল ভেঙে পালিয়ে যাচ্ছিলেন।
সেই সময় ঘটকপুকুরে থাকা ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা ওই বাইকটি ধরে এবং ধরার সঙ্গে সঙ্গেই বাইকে থাকা এক ব্যক্তি পালিয়ে যায় সেই সময় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের সন্দেহ হয় এরপর বাইকে থাকা একটি ব্যাগ তল্লাশি করে তল্লাশি করে দেখা যায়
ব্যাগের ভিতরে আছে বেশ কিছু টাকা প্যাকেট বন্দি করে রাখা আছে। এই ঘটনায় কুতুবউদ্দিন লস্কর নামের এক ব্যক্তিকে আটক করে। ধৃত ব্যক্তির কাছ থেকে জানা যায় ঘুটায়ারী শরীফ থেকে টাকা নিয়ে ভাঙড়ে আসছিলেন সেই সময় ঘটকপুকুরে তাদেরকে ধরে পুলিশ।
advertisement
advertisement
তবে কার টাকা এবং কেন এত টাকা নিয়েভাঙড়ে নিয়ে আসছিলেন এখনও পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ এতগুলি টাকা কোথায় থেকে আনছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল।
—– সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal: ভাঙড়ে মিলল একটা ব্যাগ, পুলিশ খুলতেই যা মিলল, তাজ্জব সকলে! এত এত ওগুলো কী!
Next Article
advertisement
African Elephant death at Delhi Zoo: ভয়ঙ্কর ভাইরাল সংক্রমণে মৃত্যু দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতির, নিশ্চিত ময়নাতদন্তে
ভয়ঙ্কর ভাইরাল সংক্রমণে মৃত্যু দিল্লি চিড়িয়াখানার আফ্রিকান হাতির, নিশ্চিত ময়নাতদন্তে
  • শঙ্করকে তার এনক্লোজারে মৃত অবস্থায় পাওয়া যায়

  • ২০১২ সালে শঙ্করকে একটি নতুন এনক্লোজারে স্থানান্তরিত করা হয়েছিল

  • শঙ্করের মৃত্যুর পর ভারতে কেবল একটি আফ্রিকান হাতি অবশিষ্ট রইল

VIEW MORE
advertisement
advertisement