Rash Purnima: দিঘা জগন্নাথ ধামে প্রথমবার রাস উৎসব! বুধবার থেকে দর্শনার্থীদের জন্য বিরাট আয়োজন, জানুন অনুষ্ঠানসূচি

Last Updated:
Rash Purnima: দিঘার জগন্নাথ ধামে শুরু হচ্ছে প্রথম রাস উৎসব। জগন্নাথ ধাম দিঘার অন্যতম আকর্ষণীয় ধর্মীয় পর্যটনকেন্দ্র। জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই ভক্তদের ভিড়ে লেগে রয়েছে। মন্দিরের বিশাল প্রাঙ্গণ, উঁচু শিখর ও মনোরম পরিবেশ ভক্তদের আধ্যাত্মিক শান্তি দেয়।
1/6
*দিঘা জগন্নাথ ধামে এবারই প্রথম মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে রাস উৎসব। আগামী ৫ নভেম্বর মন্দির প্রাঙ্গণ সেজে উঠবে নানা আয়োজনে। ভোর থেকেই শুরু হবে ধর্মীয় রীতি অনুযায়ী পুজার্চনা ও নানা ধর্মীয় আচার। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের মধ্যেও উৎসব ঘিরে দেখা গিয়েছে প্রবল উচ্ছ্বাস। মন্দিরের চারপাশে চলছে সাজসজ্জার প্রস্তুতি।
*দিঘা জগন্নাথ ধামে এবারই প্রথম মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে রাস উৎসব। আগামী ৫ নভেম্বর মন্দির প্রাঙ্গণ সেজে উঠবে নানা আয়োজনে। ভোর থেকেই শুরু হবে ধর্মীয় রীতি অনুযায়ী পুজার্চনা ও নানা ধর্মীয় আচার। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের মধ্যেও উৎসব ঘিরে দেখা গিয়েছে প্রবল উচ্ছ্বাস। মন্দিরের চারপাশে চলছে সাজসজ্জার প্রস্তুতি।
advertisement
2/6
*নব নির্মিত জগন্নাথ ধাম দিঘার অন্যতম আকর্ষণীয় ধর্মীয় পর্যটনকেন্দ্র। জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই ভক্তদের ভিড়ে লেগে রয়েছে। মন্দিরের বিশাল প্রাঙ্গণ, উঁচু শিখর ও মনোরম পরিবেশ ভক্তদের আধ্যাত্মিক শান্তি দেয়। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন প্রভু জগন্নাথের দর্শনে। এবারের রাস উৎসব ঘিরে তাই উৎসাহ চোখে পড়ার মতো। দুর্গাপুজো কালীপুজোর মতো রাস-উৎসবেও প্রচুর সংখ্যক দর্শনার্থী আসবেন বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ।
*নব নির্মিত জগন্নাথ ধাম দিঘার অন্যতম আকর্ষণীয় ধর্মীয় পর্যটনকেন্দ্র। জগন্নাথ ধাম উদ্বোধনের পর থেকেই ভক্তদের ভিড়ে লেগে রয়েছে। মন্দিরের বিশাল প্রাঙ্গণ, উঁচু শিখর ও মনোরম পরিবেশ ভক্তদের আধ্যাত্মিক শান্তি দেয়। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন প্রভু জগন্নাথের দর্শনে। এবারের রাস উৎসব ঘিরে তাই উৎসাহ চোখে পড়ার মতো। দুর্গাপুজো কালীপুজোর মতো রাস-উৎসবেও প্রচুর সংখ্যক দর্শনার্থী আসবেন বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ।
advertisement
3/6
*মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, উৎসবের দিন সকাল থেকেই শুরু হবে মঙ্গল আরতি ও বিশেষ পুজো। থাকবে বিভিন্ন ভক্তিমূলক কর্মসূচি। সংগীত শিল্পীরা পরিবেশন করবেন ভজন ও কীর্তন। এছাড়া শাস্ত্রীয় নৃত্য ও ধর্মীয় কর্মসূচির আয়োজন থাকছে দুপুর পর্যন্ত। এছাড়াও থাকতে ৫৬ ভোগ নিবেদন। রাস উৎসবকে ঘিরে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
*মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, উৎসবের দিন সকাল থেকেই শুরু হবে মঙ্গল আরতি ও বিশেষ পুজো। থাকবে বিভিন্ন ভক্তিমূলক কর্মসূচি। সংগীত শিল্পীরা পরিবেশন করবেন ভজন ও কীর্তন। এছাড়া শাস্ত্রীয় নৃত্য ও ধর্মীয় কর্মসূচির আয়োজন থাকছে দুপুর পর্যন্ত। এছাড়াও থাকতে ৫৬ ভোগ নিবেদন। রাস উৎসবকে ঘিরে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
advertisement
4/6
*সন্ধ্যা থেকে শুরু হবে আলোকসজ্জার মনোমুগ্ধকর প্রদর্শনী। মন্দির চত্বরে সাজিয়ে তোলা হচ্ছে নানা প্রকার ফুলে, যার মধ্যে রয়েছে গাঁদা, রজনীগন্ধা, ও গোলাপ। রঙিন আলোয় আলোকিত হয়ে উঠবে গোটা জগন্নাথ ধাম। দর্শনার্থীদের ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তা ও পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। দিঘার দোকানপাট ও হোটেলগুলিতেও খুশির হাওয়া। দুর্যোগ শেষে রাস উৎসব উপলক্ষে বাড়তি পর্যটকের আগমন প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
*সন্ধ্যা থেকে শুরু হবে আলোকসজ্জার মনোমুগ্ধকর প্রদর্শনী। মন্দির চত্বরে সাজিয়ে তোলা হচ্ছে নানা প্রকার ফুলে, যার মধ্যে রয়েছে গাঁদা, রজনীগন্ধা, ও গোলাপ। রঙিন আলোয় আলোকিত হয়ে উঠবে গোটা জগন্নাথ ধাম। দর্শনার্থীদের ভিড় সামলাতে বাড়তি নিরাপত্তা ও পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। দিঘার দোকানপাট ও হোটেলগুলিতেও খুশির হাওয়া। দুর্যোগ শেষে রাস উৎসব উপলক্ষে বাড়তি পর্যটকের আগমন প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।
advertisement
5/6
*দিঘা জগন্নাথ ধামের রাস উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সমুদ্র শহর দিঘা এবার ভক্তিময় সাজে সেজে উঠবে। রাস উপলক্ষে মন্দিরে ভক্তদের ভিড়ে থাকবে সে কথাই মাথায় রেখে বাড়িতে নিরাপত্তাও রয়েছে। সন্ধ্যা নামতেই শঙ্খধ্বনি, ঘন্টাধ্বনি ও ভক্তিমূলক গানের সুরে ভরে উঠবে মন্দির চত্বর।
*দিঘা জগন্নাথ ধামের রাস উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সমুদ্র শহর দিঘা এবার ভক্তিময় সাজে সেজে উঠবে। রাস উপলক্ষে মন্দিরে ভক্তদের ভিড়ে থাকবে সে কথাই মাথায় রেখে বাড়িতে নিরাপত্তাও রয়েছে। সন্ধ্যা নামতেই শঙ্খধ্বনি, ঘন্টাধ্বনি ও ভক্তিমূলক গানের সুরে ভরে উঠবে মন্দির চত্বর।
advertisement
6/6
*দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস বলেন,
*দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি কমিটির অন্যতম রাধারমন দাস বলেন, "জগন্নাথ ধামে এবারই প্রথম মহাসমারোহে রাস উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ৫ নভেম্বর রাস উৎসবে সেজে উঠবে গোটা মন্দির। সাজিয়ে তোলা হবে নানা প্রকার ফুলের সাজে। রাতে রংবাহারি আলোয় দর্শনার্থীদের মনমুগ্ধ করতেও চলছে প্রস্তুতি। সকাল থেকেই শুরু হবে আচার অনুষ্ঠান। থাকবে কীর্তন এবং শাস্ত্রীয় নৃত্যের ব্যবস্থা। দুপুরে শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠিত হবে।"
advertisement
advertisement
advertisement