হঠাৎ করেই ম‍্যালেরিয়া ছড়াল আলিপুরদুয়ারে! চিন্তার মাঝেই স্বাস্থ্য দফতরের বিশেষ পরামর্শ

Last Updated:

হঠাৎ করে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলায়। বিশেষ করে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে দেখা গিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ।

+
হাসপাতাল

হাসপাতাল

আলিপুরদুয়ার, অনন্যা দে: হঠাৎ করে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলায়। বিশেষ করে আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে দেখা গিয়েছে ম্যালেরিয়ার প্রকোপ। প্রতি বাড়ি থেকে ছয়-সাত জন ম্যালেরিয়া আক্রান্ত। দোসর হিসেবে ডেঙ্গি থাবা বসিয়েছে জেলায়। যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।
একই পরিবারের আটজন, আবার কোনও পরিবারের ছয় জন ম্যালেরিয়া আক্রান্ত। তারা সকলেই চিকিৎসাধীন আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের যশোডাঙা গ্রামীণ হাসপাতালে। বর্তমানে হাসপাতালে গেলে দেখা যায় মশারি টাঙিয়ে রোগীদের রাখা হয়েছে। ম্যালেরিয়ার এমন পরিস্থিতি যে সঠিক পরিসংখ্যান করে উঠতে পারছেন না এই ব্লকের স্বাস্থ্য আধিকারিক। খুব শীঘ্রই স্বাস্থ্য কর্মীদের প্রতিটি বাড়িতে পাঠিয়ে প্রতিটি সদস্যের রক্তের নমুনা সংগ্রহ করা হবে।
advertisement
advertisement
এই ব্লকে ডেঙ্গিতে  আক্রান্ত হয়েছেন দু’জন। তাদেরও চিকিৎসা চলছে গ্রামীণ হাসপাতালে। এমনটাই জানা গিয়েছে হাসপাতালে গিয়ে। তুরতুরি গ্রাম পঞ্চায়েতের সিমলাবাড়ি গ্রামে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি দেখা গিয়েছে। এই এলাকায় এই রোগে আক্রান্ত বেশি কিশোর-কিশোরীরা।  যাদের বয়স ১০ থেকে ১৩ এর মধ্যে। ব্লক স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, যারা ভর্তি হচ্ছে ম্যালেরিয়া নিয়ে তাদের অধিকাংশের জ্বর নেই। ম্যালেরিয়ার কোনও উপসর্গও দেখা যাচ্ছে না। যা একরকমের চিন্তার বিষয়।এমনিতেই আলিপুরদুয়ার জেলা ডেঙ্গির আতুরঘর নামে পরিচিত। এবারে ম্যালেরিয়া চোখ রাঙাতে শুরু করেছে জেলায়। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে পরিবারের কেউ অসুস্থ থাকলে তার রক্ত পরীক্ষা করাতে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আলিপুরদুয়ার দুই ব্লকের স্বাস্থ্যকর্তা অর্পণ কুমার বিষয়ী জানিয়েছেন, “নজরদারি রাখা হচ্ছে এই এলাকায়। ব্লক স্বাস্থ্য  এবং জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক এবং কর্মীরা ওই এলাকায় পরিদর্শনে যাবেন। মশারির ব্যবহার সকলকে করতে হবে। “
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
হঠাৎ করেই ম‍্যালেরিয়া ছড়াল আলিপুরদুয়ারে! চিন্তার মাঝেই স্বাস্থ্য দফতরের বিশেষ পরামর্শ
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement