সন্ধ্যায় বাড়ি ফিরে এসে তিনি ঘরের ভেতরের অবস্থা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। ঘটনার পরই মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: শীতের ছুটিতে ক্যারাটের মাস্টারক্লাস, নিউ দিঘায় মেগা ইভেন্ট! জাপানি ট্রেনাররা দিল বিশেষ প্রশিক্ষণ
advertisement
তদন্তে গতি এনে মাত্র ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম অভিজিৎ মুন্ডা (১৯), ডাকনাম ধারু। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে তদন্তকারীদের। পুলিশের তল্লাশিতে বিশ্বাস কলোনির একটি জঙ্গল এলাকা থেকে উদ্ধার হয় প্রায় ৭০ গ্রাম সোনা ও ৩৬৫ গ্রাম রূপার গয়না। উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চুরির ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কিন্তু পুলিশ যেভাবে দ্রুততা সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, তাতে এলাকার সাধারণ মানুষ অনেকটা আশ্বস্ত হতে পেরেছেন। পাশাপাশি এলাকার মানুষ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও এলাকায় এই ধরণের কার্যকলাপ রুখতে কড়া নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।






