Purulia News: শীতের ছুটিতে ক্যারাটের মাস্টারক্লাস, নিউ দিঘায় মেগা ইভেন্ট! জাপানি ট্রেনাররা দিল বিশেষ প্রশিক্ষণ
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia News: জাপান থেকে আগত প্রশিক্ষকদের নিয়ে চার দিনের ইন্টারন্যাশনাল ক্যারাটে উইন্টার ক্যাম্প।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: শীতের ঠাণ্ডা আমেজ উপভোগ করতে করতে ক্যারাটের প্রশিক্ষণ। চারদিন ব্যাপী ক্যারাটে ইন্টারন্যাশনাল উইন্টার ক্যাম্প অনুষ্ঠিত হল। মেদিনীপুরের একটি ক্যারাটে ইনস্টিটিউট এবং পুরুলিয়ার একটি ক্যারাটে একাডেমির উদ্যোগে এই ইন্টারন্যাশনাল উইন্টার ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই ক্যাম্পে অংশগ্রহণ করেছিল ছাত্র-ছাত্রীরা।
পূর্ব মেদিনীপুরের নিউ দিঘাতে চলে এই উইন্টার ক্যাম্পে। ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রশিক্ষক সকলকে মিলিয়ে প্রায় ৩০০ জনের কাছাকাছি মানুষের উপস্থিতি ছিল এই উইন্টার ক্যাম্পে। শুধুমাত্র জাতীয় স্তরের শিক্ষকরা নয়, আন্তর্জাতিক স্তরের শিক্ষকরাও উপস্থিত ছিলেন এই ক্যাম্পে। নিপুণতার সঙ্গে চারদিন ধরে ব্ল্যাক বেল্ট টেস্ট, রেফারি ও জাজিং করা হয়। জাপান থেকে আগত প্রশিক্ষকেরা এই ক্যাম্পের ভূয়সি প্রশংসা করেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ছিল তা তাদেরও মন জয় করে নেয়।
advertisement
আরও পড়ুন: আবর্জনা সংগ্রহে ফাঁকিবাজির দিনে শেষ! এবার কিউআর কোডে চলবে নজরদারি, দুর্দান্ত বন্দোবস্ত শিলিগুড়ি পুরনিগমের
এ বিষয়ে পুরুলিয়ার ওই ক্যারাটে একাডেমির কর্ণধার অভিজিৎ শীল বলেন, পুরুলিয়া থেকে প্রায় ৫০ জন ছাত্রছাত্রী এই ক্যাম্পে অংশগ্রহণ করেছিল। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলা থেকেও ছাত্র-ছাত্রীরা ছিল। এই ধরনের ইন্টারন্যাশনাল ক্যাম্প থেকে ছাত্র-ছাত্রীরা ক্যারাটের বিষয়ে অনেক কিছু শিখতে ও জানতে পারছে। এতে তাদের অনেকটাই উপকার হচ্ছে। আগামী দিনে এই ধরনের ক্যাম্প আরও করার পরিকল্পনা রয়েছে তাদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শীতের মরশুমে এই উইন্টার ক্যাম্প ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকটাই সাড়া ফেলেছে। বিদেশ থেকে আগত ট্রেনারদের কাছে নতুন কিছু শিখতে পেরেছেন তারা। ক্যারাটের দিক থেকেও অনেকখানি এগিয়ে যাচ্ছে পুরুলিয়ার ছেলে-মেয়েরা। আগামী দিনে জেলার নাম উজ্জ্বল করবে তারা এমনটাই আশা করা যাচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 30, 2025 5:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: শীতের ছুটিতে ক্যারাটের মাস্টারক্লাস, নিউ দিঘায় মেগা ইভেন্ট! জাপানি ট্রেনাররা দিল বিশেষ প্রশিক্ষণ








