TRENDING:

Siliguri News: অন্ধকারে হারিয়ে যাচ্ছে ২৫ বছরের লড়াই! বড়দিনের আলোয় চার্চ ঝলমল করলেও ধুঁকছে যিশু-মূর্তি শিল্প

Last Updated:

Siliguri News: বড়দিনের উৎসবে যখন আলোয় ভরে উঠছে চার্চ ও শহর, তখন এই শিল্পপল্লিতে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসেছে এক প্রজন্মের হাতে গড়া যিশু-মূর্তি শিল্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ বড়দিন আসছে। শহরজুড়ে এখন সাজো সাজো রব। চার্চে ঝলমলে আলো, রঙিন স্টার, সান্তাক্লজ ও ক্রিসমাস ট্রিতে ভরে উঠছে দোকানপাট। যিশুখ্রিস্টের জন্মলগ্নের আবহ ফুটিয়ে তুলতে নানা পুতুল ও মূর্তিতে সেজে উঠছে চার্চ প্রাঙ্গণ। কিন্তু এই উৎসবের উজ্জ্বলতার আড়ালেই ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে এক সময়ের ঐতিহ্যবাহী শিল্প।
advertisement

শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের আশিঘর তেলিপাড়ায় গত ২৫ বছর ধরে হোয়াইট সিমেন্ট দিয়ে যিশুখ্রিস্ট সহ নানা ধর্মীয় মূর্তি তৈরি করে আসছেন সীতারাম ভগৎ ও তাঁর পরিবার। এক সময় বড়দিন এলেই এই এলাকায় ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। চার্চের জন্য যিশুখ্রিস্টের জন্মদৃশ্যের পুতুল তৈরি করতে দিন-রাত এক করে কাজ চলত।

advertisement

আরও পড়ুনঃ মালদহের রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি, যুবককে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য! সঙ্গে সঙ্গে গ্রেফতার

সীতারাম ভগৎ জানান, সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে গিয়েছে। আগে এই হোয়াইট সিমেন্টের মূর্তির ব্যাপক চাহিদা ছিল। প্রায় ২০-২৫ জন কর্মচারী একসঙ্গে কাজ করতেন। শিলিগুড়ি শহর তো বটেই, শহরের বাইরেও এই পুতুলের অর্ডার যেত। কিন্তু এখন বাজার দখল করেছে চায়না-তৈরি পুতুল ও সাজসজ্জার সামগ্রী। ফলে দেশি হাতে তৈরি যিশু-মূর্তির চাহিদা প্রায় নেই বললেই চলে।

advertisement

View More

এদিকে চাহিদা কমতেই একে একে কাজ ছেড়েছেন কর্মচারীরা। বর্তমানে হাতে গোনা কয়েকটি পুরনো দোকান থেকে অর্ডার আসে বলেই কোনওরকমে এই কাজ ধরে রেখেছে সীতারাম ভগৎ-এর পরিবার। সংসার চালাতে বাধ্য হয়ে পরিবারের সদস্যদের অন্য পেশায় যুক্ত হতে হয়েছে। এখন আর আগের মতো নিয়মিত পুতুল তৈরি হয় না। ২৫ ডিসেম্বরের আগে অর্ডার এলে তবেই যিশুখ্রিস্টের মূর্তি বানানো হয় আর দীপাবলির আগে অর্ডার পেলে তৈরি হয় লক্ষ্মী-গণেশ।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বড়দিনের আলোয় ঝলমলে চার্চ! অথচ ধুঁকছে যিশু-মূর্তি শিল্প
আরও দেখুন

বড়দিনের উৎসবে যখন আলোয় ভরে উঠছে চার্চ ও শহর, তখন ডাবগ্রামের এই শিল্পপল্লিতে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। এক সময় যে শিল্পে সংসার চলত, আজ সেই শিল্প টিকে আছে শুধুই স্মৃতির ভরসায়। আধুনিকতার ভিড়ে হারিয়ে যেতে বসেছে এক প্রজন্মের হাতে গড়া যিশু-মূর্তি শিল্প, যার সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রম, বিশ্বাস আর বহু বছরের জীবন সংগ্রাম।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: অন্ধকারে হারিয়ে যাচ্ছে ২৫ বছরের লড়াই! বড়দিনের আলোয় চার্চ ঝলমল করলেও ধুঁকছে যিশু-মূর্তি শিল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল