Malda News: মালদহের রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি, যুবককে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য! সঙ্গে সঙ্গে গ্রেফতার
- Reported by:Sebak Deb Sarma
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
Malda News: হবিবপুরের দাল্লা বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই যুবককে আটক করা হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে সামনে আসে চমকে দেওয়া তথ্য!
মালদহ, সেবক দেবশর্মাঃ ফের রাজ্য পুলিশের জালে এক বাংলাদেশি। এবার ঘটনাস্থল মালদহ। প্রাথমিক অনুমান, গরু পাচার করার উদ্দেশ্য নিয়েই ধৃত বাংলাদেশি যুবক অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিলেন। ধৃতকে সোমবার মালদহ জেলা আদালতে পেশ করা হয়।
জানা গিয়েছে, ধৃত বাংলাদেশির নাম বিপুল মালি (৩০)। তাঁর বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার ঘাটনগর এলাকায়। রবিবার রাতে হবিবপুরের দাল্লা বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ওই যুবককে আটক করা হয়। এরপরেই সামনে আসে চমকে দেওয়া তথ্য!
আরও পড়ুনঃ চারপেয়েদের দুষ্টুমিষ্টি কেরামতি! ২৮ বছর পর বহরমপুরে গ্র্যান্ড ডগ শো, মেগা ইভেন্ট দেখতে দর্শকদের ভিড়
জিজ্ঞাসাবাদ করায় জানা যায়, ওই যুবক ভারতীয় নাগরিকই নন, তিনি ওপার বাংলার নাগরিক। তাঁর কাছে প্রয়োজনীয় নথি না থাকায় ওই যুবককে গ্রেফতার করে মালদহ পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন। এবার মালদহ পুলিশের জালে ওপার বাংলার এক যুবক। হবিবপুরের দাল্লা বাজার এলাকায় তাঁকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তিনি বাংলাদেশি। প্রাথমিক অনুমান, গরু পাচার করার উদ্দেশ্য নিয়েই ধৃত যুবক অবৈধভাবে এদেশে প্রবেশ করেছিলেন। সোমবার তাঁকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
Dec 22, 2025 2:51 PM IST










