উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেলা কমিটির চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, বোরো চেয়ারম্যান যতন সাহা, ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী, প্রাইমারি স্কুল কাউন্সিলের দিলীপ রায়-সহ একাধিক বিশিষ্ট অতিথিবর্গ।
advertisement
নর্থ বেঙ্গল ডেপুটি ডিরেক্টর অফ হ্যান্ডলুম টেক্সটাইল কৌশিক হালদার জানান, প্রায় মৃতপ্রায় হয়ে পড়া তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করতেই এই মেলার আয়োজন। তাঁর কথায়, এই মেলার মাধ্যমে বিভিন্ন রাজ্য থেকে আগত তাঁত শিল্পীরা যেমন সরাসরি তাঁদের পণ্য বিপণনের সুযোগ পাচ্ছেন, তেমনই বাংলার নিজস্ব তাঁত শিল্পীরাও বড় মঞ্চে নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে করে ঐতিহ্যবাহী তাঁত শিল্পের প্রতি সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়বে বলেই তিনি আশাবাদী।
ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, শিলিগুড়িতে প্রথমবার এই রাজ্য তাঁত শিল্প মেলা অনুষ্ঠিত হওয়া অত্যন্ত গর্বের বিষয়। এই মেলা শুধু শিল্পীদের আর্থিক সহায়তা দেবে না, বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেবে। ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বাড়ানো হবে বলেও তিনি ইঙ্গিত দেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মেলায় মোট ৬০টি স্টল বসেছে। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বহু তাঁত শিল্পী ও ব্যবসায়ী তাঁদের হাতে তৈরি শাড়ি, তাঁতের কাপড় ও নানা হস্তশিল্প সামগ্রী নিয়ে অংশগ্রহণ করেছেন। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সরাসরি হাতে তৈরি মেখলা, যা ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা খোলা থাকবে। উদ্যোক্তাদের আশা, ১৯ জানুয়ারি পর্যন্ত চলা এই মেলার মাধ্যমে তাঁত শিল্প নতুন প্রাণ পাবে এবং শিল্পীদের জীবনে আসবে আর্থিক স্বচ্ছলতা।





