পুলিশ সূত্রের দাবি, সম্প্রতি মাটিগাড়া এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ওই যুবকরা নিজেদের ‘NIA-র তদন্তকারী’ বলে পরিচয় দেয়। বিভিন্ন নথি খতিয়ে দেখার অছিলায় ওই ব্যক্তিকে ভয় দেখিয়ে প্রথমে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। পরে আরও নানা দাবি-দাওয়ার পর সন্দেহ দানা বাঁধে ব্যবসায়ীর মনে। তিনিই বিষয়টি পুলিশের কাছে নালিশ জানান।
advertisement
অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ডিটেকটিভ ডিপার্টমেন্ট। পরিকল্পিত অভিযানে শনিবর রাতে ধরা পড়ে তিন অভিযুক্ত। ধৃতদের নাম— এসান আহমেদ, রেহান বাবর ও মানিক রায়। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে দু’জন উত্তর দিনাজপুর জেলার পান্জিপাড়া এলাকার বাসিন্দা, আরেকজন শিলিগুড়ির।
অভিযান চলাকালীন পুলিশ বাজেয়াপ্ত করেছে একটি চারচাকা গাড়ি, একটি স্কুটি, নগদ টাকা এবং একাধিক মোবাইল ফোন। তদন্তকারীরা মনে করছেন, এরা শুধুমাত্র সামনের সারির সদস্য, পেছনে আরও বড় নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।
ধৃতদের রবিবর শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। আদালত থেকে পুলিশ হেফাজত চেয়ে জেরা চালানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কোন কোন এলাকায়, কতদিন ধরে এই ভুয়ো পরিচয়ে প্রতারণা চলেছে—তা খুঁজে বের করতে এখনই তৎপর তাঁরা।






