Malda News: শখের ফুলেই সেরার শিরোপা! মালদহের পুষ্প প্রদর্শনীতে চ্যাম্পিয়ন ফুলপ্রেমীরা, বাড়ি নিয়ে গেলেন ট্রফি-আর্থিক পুরস্কার
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Flower Exhibition: ছাদ বাগান, ব্যালকনি সহ বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা এই পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়নদের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।
advertisement
1/5

শখের ফুল এবার প্রতিযোগিতার ময়দানে। শখের ফুল ফুটিয়ে প্রতিযোগিতার মঞ্চে চ্যাম্পিয়ন হলেন মালদহের ফুলপ্রেমীরা। ছাদ বাগানের ফুলকে পুষ্প প্রদর্শনীতে তুলে ধরে প্রথম হয়ে নজর কাড়লেন ৬ জন গাছ ও ফুলপ্রেমী। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)
advertisement
2/5
কেউ চন্দ্রমল্লিকা, কেউ আবার গোলাপ- এমনই একাধিক রকমের ফুল ফুটিয়ে চ্যাম্পিয়ন হলেন মালদহ শহরের ৬ জন গাছ ও ফুলপ্রেমী। মালদহ হর্টিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরের বাঁধ রোড এলাকায় সুইমিংপুলে ৪৯ তম পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়।
advertisement
3/5
অংশগ্রহণ করেছিলেন শতাধিক ফুল, ফল ও গাছপ্রেমীরা। ছাদ বাগান, ব্যালকনি সহ বিভিন্ন বিভাগে প্রতিযোগীরা এই পুষ্প প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। চ্যাম্পিয়ন হন চন্দ্রমল্লিকা ফুলে জসিমুদ্দিন আহমেদ, গোলাপ ফুলে রাধা দাস, বাহারী গাছে দীপক দাম, গাঁদা ও মৌসুমী ফুলে ডঃ সিডি বসাক, ফল ও সবজিতে সৌমেন ঘোষ এবং ব্যালকনি বাগানে চ্যাম্পিয়ন হন প্রশান্ত কুমার বসাক।
advertisement
4/5
সকলেই মালদহ শহরের বাসিন্দা। চন্দ্রমল্লিকা চ্যাম্পিয়ন জসিমুদ্দিন আহমেদ জানান, "প্রতিবছর এই পুষ্প প্রদর্শনীতে ফুল নিয়ে আসি। এই বছর চন্দ্রমল্লিকা ফুলে চ্যাম্পিয়ন হয়ে খুব ভাল লাগছে। শখের ছাদ বাগানের ফুল যে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে ভাবতে পারেনি। আগামীতে আরও ভাল এবং বেশি পরিমাণে ফুল আনার চেষ্টা করব।"
advertisement
5/5
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল চ্যাম্পিয়ন ও দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করেন আগত অতিথিরা। (ছবি ও তথ্যঃ জিএম মোমিন)