নতুন পোশাকের পাশাপাশি নানা রঙের বিদেশি আরামদায়ক কম্বল ব্যবহারের চল অনেক আগের থেকেই শুরু হয়েছে। ঝাঁ চকচকে দোকানের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার রাস্তা পাশেই গড়ে উঠেছে শীতবস্ত্রের দোকান। এই সকল দোকানে দেখা মিলে দুবাই, সৌদি আরব, কাতার থেকে আনা বিভিন্ন সাইজের কম্বল। ৩৫০ টাকা কেজি থেকে শুরু করে ৫৫০ টাকা কেজি দামের কম্বল এখানে পাওয়া যায়। এখনও শীতের আমেজ কম থাকায় বিক্রেতারা এখনো লাভের মুখ না দেখলেও শীত পড়তেই তাদের বিক্রি বাড়বে বলে আশাবাদী তাঁরা।
advertisement
আরও পড়ুন: বিকেল গড়ালেই ছমছমে পরিবেশ, বড়দিনে ঘুরে আসুন কালিম্পংয়ের এই গ্রামে, আজীবন মনে থেকে যাবে
মূলত দু’ধরনের কম্বল নিয়ে বসেছেন উত্তর প্রদেশ থেকে আগত এই যুবকেরা। সফট এবং আল্ট্রাসফট এই দুই ধরনের কম্বল তাদের দোকানে পাওয়া যাচ্ছে। তবে মজার ব্যাপার হল এই সমস্ত কম্বলটাই বিক্রি হচ্ছে কেজি দরে, কেজি হিসেবে ৩৫০-৪৫০ টাকা করে তাদের কম্বলের দাম। জিসান জানান, যে তারা শীত পড়লেই প্রতিবছরই উত্তরপ্রদেশ থেকে ব্যবসা করতে উত্তরবঙ্গে আসেন তবে শিলিগুড়িতে এবার নিয়ে পাঁচবার এসেছেন তারা। এর আগে জলপাইগুড়ি, কোচবিহার সমস্ত জায়গাতেই ব্যবসা করে এসেছেন।
আরও পড়ুন: রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ দূর হবে সুগার-কোলেস্টেরলের…! জানুন বিশেষজ্ঞর মত
ব্যবসার শহর শিলিগুড়িতে এবার তাদের ভালো ব্যবসা হবে বলে আশা করছেন জিসান। অন্যদিকে আরেক ব্যবসায়ী মহম্মদ আমান জানাচ্ছেন, যে আমাদের প্রতিবছরই ব্যবসা ভালো হয়। আমরা এখানে বিভিন্ন ধরনের কম্বল রয়েছে বলেই এখানে সবাই আসতে পছন্দ করে। ঢাকেশ্বরী মন্দিরের পাশে আমাদের এই দোকান আমরা পাঁচ বছর ধরে করে আসছি। মার্চ পর্যন্ত আমরা এখানেই থাকব। আমাদের এখানে মূল আকর্ষণই হল আমরা কেজি দরে কম্বল বিক্রি করছি। দামটা অনেকটাই কম তাই সব ধরনের লোকেরাই এখান থেকে কম্বল নিয়ে যেতে পারবেন।
অনির্বাণ রায়





