TRENDING:

শিলিগুড়ির কুমোরটুলি, দুর্গাপুজোর আগে মহাসমস্যায় শিল্পীরা! কী যে হবে, জানেন না কেউ

Last Updated:

পুজোর আগে যে সময়টায় শিলিগুড়ির কুমোরটুলি সরগরম থাকে, সেই সময়টা এ বছর পরিণত হয়েছে দুশ্চিন্তার মরশুমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পুজোর আগে যে সময়টায় শিলিগুড়ির কুমোরটুলি সরগরম থাকে, সেই সময়টা এ বছর পরিণত হয়েছে দুশ্চিন্তার মরশুমে। দুর্গা প্রতিমা ও গণেশ মূর্তি তৈরিতে ব্যস্ত থাকার বদলে এবার শিল্পীদের চোখ আকাশের দিকে। প্রশ্ন একটাই, কবে থামবে বৃষ্টি?
advertisement

টানা একনাগাড়ে বর্ষণে প্রতিমা তৈরির কাজ ব্যাহত হচ্ছে। ভিজে মাটি শুকোচ্ছে না, ফলে কাঠামো দাঁড় করাতে এবং প্রতিমা তৈরি করতে সমস্যায় পড়ছেন মৃৎশিল্পীরা। মাটি পাওয়ারও অভাব দেখা দিয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে কারিগরের সংকট। লাভ না থাকায় অনেকেই এই কাজে আসতে চাইছেন না।

আরও পড়ুন: সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! ধরা পড়তেই সাফাই…! জানুন

advertisement

View More

শিলিগুড়ির কুমোরটুলির মৃৎশিল্পী শ্যাম পাল বলেন, “কাঁচামালের দাম প্রচুর বেড়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী অর্ডার আসছে না। হাতেগোনা কয়েকটা ছোট অর্ডার এসেছে, বড় প্রতিমার অর্ডার প্রায় নেই। তাতে লাভ তো হচ্ছেই না, বরং চিন্তা হচ্ছে প্রতিমাগুলো আদৌ বিক্রি হবে কি না।” আরেক শিল্পী অসীম পাল জানালেন, “টানা বৃষ্টির কারণে মাটি শুকোচ্ছে না। মাটির জোগানও কম, কারিগররাও আর আসতে চাইছেন না। এই অবস্থায় প্রতিমা তৈরি করা ভীষণ কঠিন।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো হয় উগ্র 'চামুন্ডা মতে', কঙ্কালসার দেবীর দর্শনে গা ছমছম করবে
আরও দেখুন

অতীতে পুজোর আগে কুমোরটুলি যেভাবে কোলাহলমুখর হয়ে উঠত, সেই আবহ এ বছর নেই। শিল্পীদের মনে শঙ্কা, যদি এমনই চলতে থাকে, তবে ক্রমশ হারিয়ে যাবে কুমোরটুলির ঐতিহ্যবাহী শিল্পসত্তা। দুর্গাপুজো এখন থেকে প্রায় এক মাস দূরে। তবুও শিলিগুড়ির কুমোরটুলি শিল্পীদের কাছে উৎসব মানেই অনিশ্চয়তা। বৃষ্টি যদি দ্রুত না কমে, তবে তাদের বছরের সবচেয়ে বড় ব্যবসার মরশুম এইবার আরও কঠিন হয়ে উঠবে।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শিলিগুড়ির কুমোরটুলি, দুর্গাপুজোর আগে মহাসমস্যায় শিল্পীরা! কী যে হবে, জানেন না কেউ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল