সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! ধরা পড়তেই সাফাই...! জানুন
- Published by:Madhab Das
- local18
Last Updated:
সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! রোগী দেখা থেকে শুরু করে করছেন চিকিৎসার প্রেসক্রিপশন!
ফাঁসিদেওয়া, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র: চিকিৎসা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ তুলতে দেখা যায় রোগী ও তার পরিজনদের। কখনও চিকিৎসক না থাকা, আবার কখনও চিকিৎসক থেকেও চিকিৎসা না করা ইত্যাদি অভিযোগ তো আছেই। এছাড়াও চিকিৎসা ব্যবস্থায় পরিকাঠামো গত নানা সমস্যার অভিযোগও তুলতে দেখা যায় অনেক সময়। তবে এবার যে অভিযোগ সামনে এল তার রীতিমতো চমকে দেওয়ার। কেননা এবার সেই ছবি ধরা পড়ল, যেখানে দেখা যাচ্ছে এক আয়ুর্বেদিক চিকিৎসক চিকিৎসা করছেন অ্যালোপ্যাথিক।
সরকারি হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসক করছেন অ্যালোপ্যাথিক চিকিৎসা! রোগী দেখা থেকে শুরু করে করছেন চিকিৎসার প্রেসক্রিপশন! ফাঁসিদেওয়ার বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা! প্রতিদিন আউটডোরে গতপ্রতি ৩০০ জন রোগীর চিকিৎসা হয়। এমনিতেই চিকিৎসকের অভাব থাকলেও চলে চিকিৎসা! এরই মাঝে অ্যালোপ্যাথিক চিকিৎসা সেবা করছেন একজন আয়ুর্বেদিক চিকিৎসক। যা নিয়ে আতঙ্কে রোগী ও রোগীর পরিজনেরা।
advertisement
আরও পড়ুন: পুজোর আগেই দারুণ খবর, এবার কম খরচে আরও সহজে হবে বিদেশ ভ্রমণ! একসঙ্গে ঘোরা যাবে নেপাল-ভুটান, জানুন
advertisement
আয়ুর্বেদিক চিকিৎসক কীভাবে অ্যালোপ্যাথিক চিকিৎসা সেবা করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে রোগীদের মধ্যেই। যদি চিকিৎসক ডঃ রাহুল বনিক জানান, “আয়ুর্বেদিক চিকিৎসক হলেও অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে পারি। ইন্টার্নশিপের সময় অ্যালোপ্যাথিক ছিল এবং চিকিৎসা সেবা করতে অসুবিধা হচ্ছে না।”
advertisement
যদিও এ বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ শাহিনুর ইসলাম জানিয়েছেন, উনি ওখানের দায়িত্বে। ঘটনার বিষয়টি তাঁর জানা ছিল না। উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যা ব্যবস্থা নেওয়া হবে তা উধ্বর্তন কর্তৃপক্ষ ঠিক করবে। চিকিৎসকের অভাবজনিত কারণে এই সমস্যা হচ্ছে। মাত্র দু’জন চিকিৎসক দিয়ে পরিষেবা সামাল দেওয়া সম্ভব নয়। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক তথা প্রাক্তন ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত টেলিফোনে জানান, কোনওভাবেই আয়ুর্বেদিক চিকিৎসক অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে পারেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 4:48 PM IST