স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, সিকিমে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন রাহুল মোদক। দীর্ঘ প্রায় পাঁচ মাস আগে তিনি সিকিম গিয়েছিলেন এই কাজে যোগ দিতে। সব কিছু ঠিক মতনই চলছিল। তবে গত মঙ্গলবার সিকিমে হঠাৎ করেই হড়পাবানের কবলে পড়েন ওই যুবক। তখন থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। তবে গতকাল রাতে শিলিগুড়িতে নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই খবর জানান তাঁর পরিবারের সদস্যদের।
advertisement
আরও পড়ুন: ৯ অক্টোবর ইডির কাছে হাজিরা দিতে হবে না অভিষেককে, বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের
মৃত যুবক রাহুল মোদকের মাসী জানান, সিকিমের রংপোতে একটি ব্যাংকের কর্মী হিসেবে কাজ করত সে। দীর্ঘ প্রায় পাঁচমাস আগে সে গিয়েছিল সেখানে। তবে সেখানে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে হটাৎ তার ঘরে হড়পাবানের জল চলে আসায় সে আর নিজেকে রক্ষা করতে পারেনি।
আরও পড়ুন: তৃণমূলের কর্মসূচি শেষ, তবু দিল্লিতে এখনও ‘ওঁরা’ কারা? জানলে চমকে যাবেন
ইতিমধ্যেই রাহুলের বাবা ছেলের মরদেহ শনাক্ত করে দেহ আনার জন্য শিলিগুড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দ্রুত বাড়ির ছেলের দেহ বাড়িতে এনে সৎকারের ব্যবস্থা করা হবে। তবে ছেলের মৃত্যুতে রীতিমত শোকস্তব্ধ রাহুলের বাবা এবং মা।
—– Sarthak Pandit