Abhishek Banerjee: ৯ অক্টোবর ইডির কাছে হাজিরা দিতে হবে না অভিষেককে, বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের

Last Updated:

Abhishek Banerjee: ১৯ মাস ধরে তদন্তের কী হয়েছে? ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে তদন্ত গুটিয়ে আনুন। লিপস অ্যান্ড বাউন্ডস ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত তদন্ত পারলে শেষ করুন। মন্তব্য বিচারপতি সৌমেন সেনের।

স্বস্তি এবং অস্বস্তি
স্বস্তি এবং অস্বস্তি
কলকাতা: ৯ অক্টোবর ইডির কাছে হাজিরা দিতে হচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে, ১০ অক্টোবরের মধ্যে সমস্ত তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ইডির কাছে। তা খতিয়ে দেখে ৪৮ ঘন্টার নোটিসে সমন পাঠাতে পারবে ইডি। ১৯-২৬ অক্টোবর পুজোর ৭ দিন সমন পাঠাবে না ইডি। ওই সময় কোনও জিজ্ঞাসাবাদ নয়। পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমার ডিভিশন বেঞ্চের।
১৯ মাস ধরে তদন্তের কী হয়েছে? ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে তদন্ত গুটিয়ে আনুন। লিপস অ্যান্ড বাউন্ডস ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত তদন্ত পারলে শেষ করুন। মন্তব্য বিচারপতি সৌমেন সেনের। মর্নিং শো ডে’জ। জুন মাস থেকে তদন্তে সহযোগিতা করছে না। নিয়োগ দুর্নীতি প্যান্ডোরা বক্স। পরপর খুলে যাচ্ছে। এক তদন্ত করতে গিয়ে পুরনিয়োগ দুর্নীতির তথ্য এল, তার তদন্ত চলছে। এমনই বলেন ইডির তরফে ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী।
advertisement
advertisement
আজই আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি, চেয়ে পাঠানো তথ্যের বাইরেও অনেক তথ্য আমাদের কাছে রয়েছে। তাই তাকে সমন করা হয়েছে। ইডির বক্তব্য শুনুক আগে কোর্ট। তারপর ইডি সম্পর্কে আদালত মন্তব্য করুক। বলেন ইডির আইনজীবী। ইডি হচ্ছে ব্লু আইয়েড, পাল্টা বলেন বিচারপতি সেন।
advertisement
১৬ বা ১৯ যতগুলি তথ্য চেয়েছে, তা নিক। তারপর সেগুলি যাচাই করে জিজ্ঞাসাবাদ করুক ইডি। বলেন বিচারপতি। যদিও ইডির তরফে বলা হয়, নতুন তথ্য হাতে আছে ইডির। সেগুলো যাচাইয়ের জন্য ৯ অক্টোবর হাজির হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডি অফিসাররা ২৪*৭ কাজ করে চলেছেন। পাবলিক স্ক্যাম রহস্যভেদ করতে তাদের কষ্টটা বুঝুন।
৫০ কোটি নগদ। ৫ কোটি সোনা। সবনিয়ে ১২০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। প্রত্যেকেই প্রভাবশালী। পার্থ চট্টোপাধ্যায় প্রথম গ্রেফতার। তারপর সুজয় কৃষ্ণ ভদ্র। লিপস অ্যান্ড বাউন্ডসের এক্স ডিরেক্টর যিনি। সুজয়ের কাছ থেকে পাওয়া তথ্য থেকে ইডি তদন্ত শুরু করে। ৫০ বার তল্লাশি চালিয়েছে ইডি। ৩০ মে সুজয় ভদ্রকে গ্রেফতার। ৮/৬/ প্রথম সমন ১৩/৬ আসার জন্য। আসেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির তরফে এমনই সওয়াল করা হয়।
advertisement
বিচারপতি সৌমেন সেন পাল্টা বলেন, অবাক হচ্ছি, ইডি অফিসাররা কেন আদালতের প্রস্তাব গ্রহণ করছেন না। ইডি তথ্যগুলো হাতে পেলে আরও নতুন কিছু তদন্তে খুঁজে পেতে পারে তারা। তথ্য দেওয়ার জন্য আরও সময় চায় অভিষেক। সব তথ্য জোগাড় করতে হবে। এমনই জানানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। পর্যাপ্ত সুযোগ, সময় পেয়েছে, এরপরেও তথ্য না জানাতে পারলে আইনানুগ পদক্ষেপ করবে এজেন্সি। এমন হুঁশিয়ারিও শোনা যায় বিচারপতির তরফে। ইডি যদি চাওয়া সব তথ্য না পায় তাহলে আইন মেনে সমন পাঠাবে ইডি, পদক্ষেপ করবে ইডি। বলেন বিচারপতি।
advertisement
পুজোর সময়টায় ১ সপ্তাহ রক্ষাকবচ দিক আদালত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে এমনই আবেদন করা হয়। ১৯ অক্টোবরের আগে বা ২৬ সেপ্টেম্বরের পর জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকবে ইডি। ১৯ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ডাকবে না ইডি। এমনই পর্যবেক্ষণ বিচারপতির।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: ৯ অক্টোবর ইডির কাছে হাজিরা দিতে হবে না অভিষেককে, বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement