Teacher Recruitment: তৃণমূলের কর্মসূচি শেষ, তবু দিল্লিতে এখনও 'ওঁরা' কারা? জানলে চমকে যাবেন
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Teacher Recruitment: আজ থেকে দিল্লির যন্তর মন্তরে বাংলার মাটিতে চাকরিপ্রার্থীদের বঞ্চনার অভিযোগ তুলে ধরনায় বসেছেন তারা।
নয়াদিল্লি: এবার যন্তর মন্তরে ধরনায় বসলেন ২০০৯ সালের বাংলার চাকরি প্রার্থীরা। তৃণমূলের দিল্লি কর্মসূচি শুরুর দিন থেকেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বাংলার ২০০৯ এর চাকরি প্রার্থীরা। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসুর সঙ্গে দেখা করাই তাঁদের উদ্দেশ্য ছিল।
রাজঘাটে তৃণমূলের সত্যাগ্রহ চলাকালীনও রাজঘাটে পৌঁছেছিলেন চাকরিপ্রার্থীরা। সেদিন দিল্লি পুলিশ তাদের সরিয়ে দেয়। সাউথ অ্যাভিনিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেও তাঁরা গিয়েছিলেন দেখা করতে। কিন্তু, দেখা পাননি। গতকাল বঙ্গভবনের সামনেও ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা।
advertisement
গেটের সামনে থেকে তাদের সরিয়ে দেন বঙ্গভবনের নিরাপত্তারক্ষীরা। এরপর আজ থেকে দিল্লির যন্তর মন্তরে বাংলার মাটিতে চাকরিপ্রার্থীদের বঞ্চনার অভিযোগ তুলে ধরনায় বসেছেন তারা।
advertisement
ন্যায্য চাকরির দাবিতে গত রবিবার দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনা প্রাথমিকে শিক্ষক পদের চাকরি প্রার্থীরা। তাঁদের অভিযোগ, এত বছর ধরে পাশ করে বসে আছেন তাঁরা। অথচ রাজ্য নিয়োগ নিয়ে নিরুত্তর। ২০০৯ সালে টেট পরীক্ষা ছিল না। সেই সময়ই প্রাথমিকের বিজ্ঞপ্তি বের হয়েছিল। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে জেলাভিত্তিক পরীক্ষাও হয়। তখন প্রাথমিকের চাকরির জন্য প্রশিক্ষণও অত্যাবশ্যক ছিল না।
advertisement
অভিযোগ, ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সেই পরীক্ষা বাতিল হয়। ২০১৪ সালে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউও হয়। এদিকে আদালতে ২০০৯-এর পরীক্ষা বাতিলের মামলা গড়ায়। গত বছরই আদালত নিয়োগ বাতিলের নির্দেশ খারিজও করে দেয়। নির্দেশ দেয় প্যানেল প্রকাশের। অভিযোগ, আজ পর্যন্ত তা হল না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2023 3:42 PM IST









