TRENDING:

Shravani Mela: সামনেই শ্রাবণী মেলা...! জল্পেশ মন্দিরে যাওয়ার প্ল্যান, দেখে নিন প্রস্তুতি, নিয়মকানুন

Last Updated:

Shravani Mela: দিন কয়েক বাদেই উৎসবের মেজাজে সেজে উঠবে জল্পেশ! শ্রাবণ মাসের শ্রাবণী মেলাকে ঘিরে প্রস্তুত জল্পেশ মন্দির চত্বর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: দিন কয়েক বাদেই উৎসবের মেজাজে সেজে উঠবে জল্পেশ! শ্রাবণ মাসের শ্রাবণী মেলাকে ঘিরে প্রস্তুত জল্পেশ মন্দির চত্বর। আসন্ন শ্রাবণী মেলাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতির জোরদার কাজ শুরু হয়েছে জল্পেশ মন্দির ও সংলগ্ন তিস্তা নদীর পাড়ে। প্রতিবছরের মত এবারও উপচে পড়া ভক্তদের ভিড়ের প্রস্তুতি নিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন।
advertisement

তিস্তার জল নিয়ে স্নান করে ভক্তরা জল্পেশ মন্দিরে পাড়ি দেন শ্রাবণ মাসে। কিন্তু প্রতিবছর বর্ষার কারণে তিস্তা নদী থেকে বেশ স্রোতস্বিনী রূপে। তাই এবছর তার আগেই বাড়তি সতর্কতার ব্যবস্থা করা হয়েছে নদীপাড় জুড়ে। জলপাইগুড়ির জেলাশাসক নিজে এলাকা পরিদর্শন করে জানান, নিরাপত্তাই প্রাধান্য। কোথায় স্নান করা যাবে, কোথায় নয়—তা স্পষ্টভাবে নির্ধারণ করা হচ্ছে। এছাড়া, মন্দিরে প্রবেশ নিয়েও থাকছে পুরনো নিয়ম। গর্ভগৃহে প্রবেশ করতে হলে ভক্তদের দিতে হবে ৫০ টাকা টোকেন।

advertisement

আরও পড়ুন: আনারসের জলের দর…! বিশ্বাস হবে না আপনারও, কম দাম দেখেই থলি ভরে নিয়ে আসছেন ক্রেতারা

এবারও মন্দিরে প্রবেশের জন্য একটি মাত্র গেট থাকবে। ভিড় সামলাতে বাড়ানো হয়েছে নজরদারিও। এদিকে, মেলাকে কেন্দ্র করে জমে উঠছে মন্দির চত্বরের চারপাশ। দোকানপাট, পুজোর সামগ্রী, খাবারের স্টল—সবকিছুরই সাজ সাজ রব। শুরু হয়ে গেছে প্যান্ডেল বানানোর কাজও।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ভক্তদের নিরাপদে স্নান ও দর্শনের সুযোগ দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। নদীপাড়ে থাকবে সিভিল ডিফেন্স ও পুলিশ টহল। জল্পেশ মন্দির মানেই শুধু ভক্তি নয়, উত্তরবঙ্গের আবেগও। সেই আবেগে যেন কোনও ব্যঘাত না ঘটে—সেই লক্ষ্যেই সচেষ্ট প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। এখন শুধু অপেক্ষা ভক্তদের ঢল নামার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সুরজিৎ দে

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Shravani Mela: সামনেই শ্রাবণী মেলা...! জল্পেশ মন্দিরে যাওয়ার প্ল্যান, দেখে নিন প্রস্তুতি, নিয়মকানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল