Pineapple Price: আনারসের জলের দর...! বিশ্বাস হবে না আপনারও, কম দাম দেখেই থলি ভরে নিয়ে আসছেন ক্রেতারা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Pineapple Price: জলের দরে বিকোচ্ছে। জলপাইগুড়িতে এখন আনারসের হাট! শিলিগুড়ি থেকে আসা টাটকা আনারস বিক্রি হচ্ছে অবিশ্বাস্য দামে
জলপাইগুড়ি: জলের দরে বিকোচ্ছে এই ফল! প্রতি পিস মাত্র ১০ টাকায়, স্বাদে দারুণ খুশির হিড়িক জলপাইগুড়ির বাজারে। জলপাইগুড়িতে এখন আনারসের হাট! শিলিগুড়ি থেকে আসা টাটকা আনারস বিক্রি হচ্ছে অবিশ্বাস্য দামে—মাত্র ১০ টাকা পিস! পাঁচটি আনারস মিলছে মাত্র ৫০ টাকায়, আর তাতেই দারুণ খুশি শহরবাসী।
কিন্তু, কেন এমন জলের দর আনারসের? জলপাইগুড়ি শহরের বাজার, মোড় বা গলিপথ—প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে হাতে ব্যাগ ভর্তি আনারস নিয়ে হাসিমুখে মানুষ। কেউ বলছেন, “এই দামে এত ভাল স্বাদের আনারস আগে কখনও পাইনি।” কেউ আবার জানালেন, “বাড়িতে সবাই আনারস খেতে ভালবাসে, তাই এত কম দামে পেয়ে আজ ১০টা নিয়ে যাচ্ছি!”
advertisement
আরও পড়ুন: আঁশটে গন্ধ…! মাছের আঁশ প্রক্রিয়াকরণ, নাকে রুমাল ঢেকেও নিস্তার নেই পথচলতিদের, প্রশাসনকে নালিশ
advertisement
এই কম দামের কারণ হিসেবে বিক্রেতাদের একাংশ বলছেন, এবছর পাহাড়ি ও সমতলের বহু আনারস বিদেশে রফতানি না হওয়ায় স্থানীয় বাজারেই নামছে সেই ফল। ফলে চাহিদার তুলনায় জোগান বেশি, আর তাতেই দাম নিম্নমুখী। অন্যদিকে, কিছু বিক্রেতাদের কথায়, অন্যান্য বছর বাংলাদেশেও আনারসের রফতানি করা হত ভারত থেকে। এবছর তা বন্ধ থাকায় এদেশে উৎপাদন বেড়েছে। নেপালে রফতানি হলেও অন্য বছরের তুলনায় তার পরিমাণও কম। সবমিলে এবছর এ দেশে যথেচ্ছ যোগান রয়েছে আনারসের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিক্রেতা জানালেন, “আজ এক হাজার পিস এনেছিলাম, সব শেষ! চাহিদা দেখে অবাক হচ্ছি। কাল আরও বেশি করে আনব।” শুধু দামই নয়, এই আনারসের স্বাদও মন জয় করছে সকলের। রসাল, মিষ্টি আর খেতে একেবারে টাটকা। ফলে উপচে পড়া ভিড় এখন জলপাইগুড়ির ফল বাজারে। এই মুহূর্তে মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের জন্য এ এক স্বস্তির খবর! খুশির ছোঁয়া যেন একটা আনারসের মধ্যেই খুঁজে পাচ্ছেন ক্রেতা -বিক্রেতা উভয়েই।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 07, 2025 2:00 PM IST