Jalpaiguri News: আঁশটে গন্ধ...! মাছের আঁশ প্রক্রিয়াকরণ, নাকে রুমাল ঢেকেও নিস্তার নেই পথচলতিদের, প্রশাসনকে নালিশ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: দুর্গন্ধে অতিষ্ঠ এই এলাকার বাসিন্দারা! যাতায়াতের পথে মাছের আঁশটে গন্ধে নাকাল জনজীবন।
জলপাইগুড়ি: দুর্গন্ধে অতিষ্ঠ এই এলাকার বাসিন্দারা! যাতায়াতের পথে মাছের আঁশটে গন্ধে নাকাল জনজীবন। ধূপগুড়ি মহকুমার পূর্ব মাগুরমারিতে নাকে রুমাল চাপা দিয়ে হাঁটা—এ যেন রোজকার বাস্তবতা। জনবসতিপূর্ণ এলাকায় চলছে মাছের আঁশ প্রক্রিয়াকরণের কাজ, যার ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্দুর রহমান নামে এক ব্যক্তি বাজার থেকে মাছের আঁশ কিনে এনে তা ধুয়ে রোদে শুকিয়ে থাকেন। শুধু আঁশ নয়, মাছের দেহাংশও নাকি পড়ে থাকে খোলা জায়গায়। ফলে রোজকার জীবনে নাক ঢেকে চলাই রেওয়াজ। বাসিন্দাদের অভিযোগ, এই গন্ধে মাঝেমধ্যেই অনেকেই বমি করছেন, অসুস্থ হয়ে পড়ছেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আশেপাশের হিমঘর কর্তৃপক্ষও সমস্যায় পড়েছেন।
advertisement
advertisement
অভিযোগ, তাদের সীমানা প্রাচীর ঘেঁষে একটি বড় গর্ত খোঁড়া হয়েছে। সেই গর্তে মাছ ধোয়ার পচা জল ফেলা হচ্ছে বলে আশঙ্কা। হিমঘর কর্তৃপক্ষের দাবি, প্রাচীর ধসে গিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। জলপাইগুড়ি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, একাধিকবার জানিয়েও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও অভিযুক্ত আব্দুর রহমান বলেন, “পেটের দায়ে এই ছোটখাটো ব্যবসা করছি। গন্ধ যাতে না ছড়ায়, সেই জন্য ব্লিচিং, ফিনাইল ব্যবহার করা হয়।” কিন্তু তাতেও কমছে না দুর্ভোগ। এলাকার মানুষ চান, অবিলম্বে প্রশাসন হস্তক্ষেপ করুক। রোজকার জীবন থেকে দুর্গন্ধের শৃঙ্খল কেটে যেন মুক্তি মেলে। এলাকার বাসিন্দারা মানবিক আবেদন জানাচ্ছে—জীবিকার তাগিদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনই প্রতিবেশীর স্বস্তিও জরুরি। তাই দু’পক্ষের জন্যই হোক সমাধানের রাস্তা!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 8:46 PM IST