Bhutan Weather Forecast: ভুটানের আবহাওয়ার খবর ডুয়ার্সে! তাও আবার ৭২ ঘণ্টা আগে, লাভটা কোথায় জানেন?
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Bhutan Weather Forecast: আগামী দু’দিন মেঘাচ্ছন্ন আকাশ। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভুটানে, জানিয়েছে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দফতর।
জলপাইগুড়ি: আগামী দু’দিন মেঘাচ্ছন্ন আকাশ। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভুটানে, জানিয়েছে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দফতর। এখন থেকে এই তথ্য ৭২ ঘন্টা আগে থেকেই পেয়ে যাবে সেচ দফতরের উত্তর-পূর্ব বিভাগ। এতে ডুয়ার্সের নদীতে হড়পা বান এবং বন্যা প্রতিরোধের কাজে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
এলাকার মানুষকে বন্যার আগেই নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যাবে। ডুয়ার্সের বন্যা মোকাবিলায় ইন্দো ভুটান নদী কমিশন নিয়ে সরব রাজ্য। নীতি আয়োগের বৈঠক সহ একাধিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক স্তরেও এই নিয়ে ভুটানের সঙ্গে আলোচনা চলছিল। অবশেষে সেচ দফতরের প্রস্তাবে সাড়া দিয়ে আবহাওয়ার আগাম পূর্বাভাস পাঠানো শুরু করল ভুটান।
advertisement
advertisement
এতে ডুয়ার্সে বন্যা প্রতিরোধের কাজে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে সেচ দফতরের। ভুটান থেকে নেমে ডুয়ার্সের উপর দিয়ে বয়ে গিয়েছে ৭৪ টি নদী। জলঢাকা, ডায়না, পানা বাসরা, রেতি, সুকৃতি, সঙ্কোশ-সহ এই ৭১টি নদীর বেশির ভাগটাই ডুয়ার্সের আলিপুরদুয়ার অংশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। এর ফলে প্রায় প্রতি বছর ভুটানে ভারী বৃষ্টি হলেই বন্যা পরিস্থিতির উদ্ভব হয় ডুয়ার্সে। এতদিন বৃষ্টির পূর্বাভাস না পাওয়ায় পরিস্থিতি মোকাবিলায় যথেষ্টই বেগ পেতে হত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ডুয়ার্স অংশে বন্যা প্রতিরোধে ইন্দো-ভুটান নদী কমিশন গঠনের প্রস্তাবের পাশাপাশি ভুটানের কাছ থেকে বৃষ্টিপাতের আগাম পূর্বাভাস চেয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল রাজ্য। অবশেষে আলোচনায় সাড়া দিয়ে তথ্য সরবরাহ শুরু করল ভুটান। ভারতের (আবহাওয়া বিভাগের) আইএমডির মত ৭২ ঘন্টা আগে থেকে ডুয়ার্স অংশের ছ’টি স্টেশন থেকে আবহাওয়া পরিস্থিতির পূর্বাভাস পাঠানো শুরু করল ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দফতর।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jul 02, 2025 3:00 PM IST









