আলিপুরদুয়ার জেলার শিবকাটা বিএফপি স্কুলে পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম নেই। তাই স্কুলের মাঠেই গাছের তলায় ছোট পড়ুয়াদের নিয়ে চলে ক্লাস। আলিপুরদুয়ার দু’নম্বর ব্লকের মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েতের শিবকাটা বিএফপি স্কুলে পড়ুয়াদের সংখ্যা ২২৩ জন। শিক্ষক শিক্ষিকার সংখ্যা পাঁচ জন। প্রয়োজন ছয়টি ক্লাস রুমের। কিন্তু স্কুলে রয়েছে মাত্র দুটি ক্লাস রুম। এই দুটি ক্লাস রুমের মাঝে বেড়া দিয়ে চারটি বানিয়ে চলে ক্লাস।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাইমারি স্কুলের পাশে থাকা হাইস্কুলের একটি ঘর নিয়ে পাঁচটি ক্লাস চলছে। মাঝে মধ্যেই প্রি-প্রাইমারি এবং প্রথম শ্রেণীর পড়ুয়াদের একসঙ্গে বসিয়ে ক্লাস নিতে হয়। ৮০ শতাংশ ছাত্র-ছাত্রী স্কুলে উপস্থিত হলেই বিপাকে পড়ে যান শিক্ষক শিক্ষিকারা। আর সেদিনই গাছের নিচে ক্লাস করাতে হয় শিক্ষকদের। প্রাইমারি স্কুলের সঙ্গে হাইস্কুল থাকায় অভিভাবকরা এই স্কুলেই পঞ্চম শ্রেণীতে পড়ানোর আগ্রহ দেখান। যার ফলে বর্তমান সময়ে পঞ্চম শ্রেণীতে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪০ জন। চতুর্থ শ্রেণীতে ৪২ জন, তৃতীয় শ্রেণীতে ৪১ জন, দ্বিতীয় শ্রেণীতে ৩২ জন, প্রথম শ্রেণীতে ৩৭ জন এবং প্রি প্রাইমারিতে ৩১ জন ছাত্রছাত্রী রয়েছে।
আরও পড়ুন: রোজগারের নতুন দিশা! পুকুর থাকলেই মিলছে বিনামূল্যে মাছ! দুর্দান্ত পদক্ষেপ প্রশাসনের
স্কুলের প্রধান শিক্ষক পীযূষ সরকার জানিয়েছেন, “স্কুলে ছাত্র রয়েছে কিন্তু ক্লাস রুম নেই। ডাইনিং রুম নেই, সীমানা প্রাচীর নেই। বারবার প্রশাসনের কাছে আবেদন নিবেদন করার পরেও শ্রেণীকক্ষের জন্য কোন ব্যবস্থা করা হয়নি।” ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন জানিয়েছেন, “ওই স্কুলে পঠনপাঠন ভাল হয়। যার ফলে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই বেশি। তবে শ্রেণী কক্ষের অভাব রয়েছে। খুব শীঘ্রই শ্রেণী কক্ষের সমাধান করা হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।”
Annanya Dey





