TRENDING:

নদীই জীবন, নদীই রসদ! ৭০ ছুঁইছুঁই লক্ষ্মী সকাল হলেই নেমে যান নদীতে, কী ভাবে চলে সংসার? জানলে চমকাবেন

Last Updated:

Fish: জীবনের লড়াই থামেনি, ৬০ বছর উর্ধ্ব হলেও করলা নদীর জলে জীবন সংগ্রামে লক্ষ্মী! বয়স মাত্রই সংখ্যা, যদি লড়াই করার মানসিকতা থাকে। প্রায় ৭০ ছুঁইছুঁই লক্ষ্মী সরকারের কাছে জীবন মানেই প্রতিদিনের যুদ্ধ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি: জীবনের লড়াই থামেনি, ৬০ বছর পেরিয়েও করলা নদীর জলে জীবন সংগ্রামে লক্ষ্মী! বয়স মাত্রই সংখ্যা, যদি লড়াই করার মানসিকতা থাকে। প্রায় ৭০ ছুঁইছুঁই লক্ষ্মী সরকারের কাছে জীবন মানেই প্রতিদিনের যুদ্ধ। সেই যুদ্ধ চলছে করলা নদীতে নেমে শামুক, ঝিনুক আর নদীয়ালী মাছ সংগ্রহ করে সংসার চালানোর মধ্য দিয়ে।
advertisement

আরও পড়ুন- ট্যাক্সি চালকের সঙ্গে রাত কাটাল মেয়ে, বিয়ের আগের রাতে বাবা করল এমন এক কাজ…শুনে হতবাক সবাই!

‘থ্রি ইডিয়টস’-এর ‘চতুর রামলিঙ্গম’কে মনে আছে? ১৬ বছর পর এখন তাঁকে দেখলে মাথা ঘুরে যাবে, কী করছেন তিনি?

জলপাইগুড়ির কাশিয়াবাড়ির বাসিন্দা লক্ষ্মী সরকার প্রতিদিন ভোরবেলা ট্রেনে চেপে জলপাইগুড়ি শহরে আসেন। তার পর করলা নদীর বুকে নেমে শুরু হয় সংগ্রহের কাজ। নদীর নরম কাদায় পা ডুবিয়ে তিনি শামুক, ঝিনুক, গুগলি এবং ছোট নদীয়ালী মাছ খুঁজে বের করেন। তারপর সেই সংগ্রহ নিয়ে চলে যান শিলিগুড়ির আমবাড়ি বা ফালাকাটা বাজারে, যেখানে এগুলো বিক্রি করেই সংসার চলে তাঁর।

advertisement

কাঠফাটা গরমের পরে রেহাই…! বৃষ্টি নামবে কোন কোন জেলায়? জেনে নিন আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস

ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরেই স্ত্রী বললেন, ‘শোনো…’! শুনে বিকৃত স্বামীর মুখ, তোলাপাড় এলাকা, এর পর যা হল!

\”কঠিন তো বটেই, কিন্তু এই নদীই আমাদের বাঁচিয়ে রেখেছে,\” ক্লান্ত কণ্ঠে বলেন লক্ষ্মী দেবী। \”বৃদ্ধ ভাতা পাই না, সরকারি সাহায্যও তেমন মেলে না। তাই এই নদীর জলেই বেঁচে থাকার রসদ খুঁজি প্রতিদিন।\” প্রতি কেজি ঝিনুক-শামুক বিক্রি করে মাত্র ৫০-৬০ টাকা পান তিনি। এত কম আয়েও হাল ছাড়েননি। কারণ এটাই তাঁর একমাত্র জীবিকা।

advertisement

দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে এই নদীই তার জীবনের অবলম্বন। তবে প্রশ্ন থেকে যায়, কেন এখনও সরকারি সুযোগ-সুবিধা তার কাছে পৌঁছায়নি? বয়সের ভার, দারিদ্র্য ও কঠিন সংগ্রামের মাঝেও লক্ষ্মী দেবীর অদম্য মনোবল অনেকের কাছেই অনুপ্রেরণা। সমাজ কি এই সংগ্রামী মহিলার পাশে দাঁড়াবে? প্রশ্ন রয়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুরজিৎ দে 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
নদীই জীবন, নদীই রসদ! ৭০ ছুঁইছুঁই লক্ষ্মী সকাল হলেই নেমে যান নদীতে, কী ভাবে চলে সংসার? জানলে চমকাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল