আরও পড়ুন: সাইক্লোন, ভুমিকম্প বা বন্যায় কী করে রক্ষা করবেন নিজেকে? ভিডিও দেখে শিখুন
রবিবার সন্ধেয় পুণ্ডিবাড়ি-ফালাকাটা জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আমবাড়ি রাইস মিল সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি খারাপ পিকআপ ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। এরপর পাশের নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ও ঘোকসাডাঙা থানার পুলিশ। তাঁরাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ পুলিশ কর্মীরা সকলে কালিম্পং থানা এলাকায় কর্তব্যরত। তবে দুর্ঘটনায় পড়লেও গাড়িতে থাকা প্রত্যেক পুলিশকর্মীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। বড় বিপদের আশঙ্কা নেই। তবে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আহত পুলিশকর্মীদের মধ্যে যাদের আঘাত কম গুরুতর তাঁদের গাড়িতে করে কালিম্পঙে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসা চলছে।
সার্থক পণ্ডিত