Murshidabad News: সাইক্লোন, ভুমিকম্প বা বন্যায় কী করে রক্ষা করবেন নিজেকে? ভিডিও দেখে শিখুন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
কালবৈশাখী কিংবা সাইক্লোনের তাণ্ডবে যেমন ভেঙে পড়ে গাছ, জনজীবন হয় বিপর্যস্ত, জীবনহানির আশঙ্কা থাকে, তেমনই অতিবৃষ্টির জেরে বন্যার সম্মুখীন হতে হয় মানুষকে। তাই বন্যা মোকাবিলা সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রশিক্ষণ দিল এনডিআরএফ
মুর্শিদাবাদ: প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কীভাবে রক্ষা করবেন নিজেকে? হঠাৎ আগুন লাগলেই বা কী করবেন? বিপর্যয় মোকাবিলার এই সাধারণ অথচ জরুরি বিষয়গুলি নিয়ে প্রশিক্ষণ দিল এনডিআরএফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
কালবৈশাখী কিংবা সাইক্লোনের তাণ্ডবে যেমন ভেঙে পড়ে গাছ, জনজীবন হয় বিপর্যস্ত, জীবনহানির আশঙ্কা থাকে, তেমনই অতিবৃষ্টির জেরে বন্যার সম্মুখীন হতে হয় মানুষকে। তাই বন্যা মোকাবিলা সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রশিক্ষণ দিল এনডিআরএফ। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল।
advertisement
advertisement
প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ স্থানীয় বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যরা। এছাড়াও বহু মানুষ উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। আজকাল সর্বত্র বহুতল গড়ে উঠেছে বা গড়ে উঠছে। সেখানে হঠাৎ আগুন লেগে গেলে বা নৌকা ডুবির মতো ঘটনা ঘটলে তা থেকে মানুষ কীভাবে বাঁচবে তার জন্যও মহড়া দেওয়া হয়। বিপর্যয় যখন ঘটনা ঘটে তখন মোকাবিলা করার জন্য সবসময় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকে না। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ কী করবে, কীভাবে বিপদ থেকে বাঁচবে তা হাতে-কলমে করে দেখানো হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এনডিআরএফের পক্ষ থেকে জানানো হয়েছে, আপৎকালীন অবস্থায় কীভাবে সাধারণ মানুষ আত্মরক্ষা করবে তা জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্মীরা হাতেকলমে দেখিয়েছেন। বন্যা, ঝড়, ভূমিকম্পের সময় মানুষ কীভাবে হাতের নাগালের মধ্যে থাকা জিনিস দিয়ে আত্মরক্ষা করতে পারবেন তা এই শিবিরে শেখানো হয়েছে। এতে বিপদের সময় বহু প্রাণ বেঁচে যাবে।
advertisement
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2023 8:08 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সাইক্লোন, ভুমিকম্প বা বন্যায় কী করে রক্ষা করবেন নিজেকে? ভিডিও দেখে শিখুন