Murshidabad News: সাইক্লোন, ভুমিকম্প বা বন্যায় কী করে রক্ষা করবেন নিজেকে? ভিডিও দেখে শিখুন

Last Updated:

কালবৈশাখী কিংবা সাইক্লোনের তাণ্ডবে যেমন ভেঙে পড়ে গাছ, জনজীবন হয় বিপর্যস্ত, জীবনহানির আশঙ্কা থাকে, তেমনই অতিবৃষ্টির জেরে বন্যার সম্মুখীন হতে হয় মানুষকে। তাই বন্যা মোকাবিলা সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রশিক্ষণ দিল এনডিআরএফ

+
title=

মুর্শিদাবাদ: প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে কীভাবে রক্ষা করবেন নিজেকে? হঠাৎ আগুন লাগলেই বা কী করবেন? বিপর্যয় মোকাবিলার এই সাধারণ অথচ জরুরি বিষয়গুলি নিয়ে প্রশিক্ষণ দিল এনডিআর‌এফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
কালবৈশাখী কিংবা সাইক্লোনের তাণ্ডবে যেমন ভেঙে পড়ে গাছ, জনজীবন হয় বিপর্যস্ত, জীবনহানির আশঙ্কা থাকে, তেমনই অতিবৃষ্টির জেরে বন্যার সম্মুখীন হতে হয় মানুষকে। তাই বন্যা মোকাবিলা সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে প্রশিক্ষণ দিল এনডিআরএফ। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল।
advertisement
advertisement
প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিল বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা সহ স্থানীয় বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যরা। এছাড়াও বহু মানুষ উৎসাহের সঙ্গে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। আজকাল সর্বত্র বহুতল গড়ে উঠেছে বা গড়ে উঠছে। সেখানে হঠাৎ আগুন লেগে গেলে বা নৌকা ডুবির মতো ঘটনা ঘটলে তা থেকে মানুষ কীভাবে বাঁচবে তার জন্য‌ও মহড়া দেওয়া হয়। বিপর্যয় যখন ঘটনা ঘটে তখন মোকাবিলা করার জন্য সবসময় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকে না। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষ কী করবে, কীভাবে বিপদ থেকে বাঁচবে তা হাতে-কলমে করে দেখানো হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এনডিআর‌এফের পক্ষ থেকে জানানো হয়েছে, আপৎকালীন অবস্থায় কীভাবে সাধারণ মানুষ আত্মরক্ষা করবে তা জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্মীরা হাতেকলমে দেখিয়েছেন। বন্যা, ঝড়, ভূমিকম্পের সময় মানুষ কীভাবে হাতের নাগালের মধ্যে থাকা জিনিস দিয়ে আত্মরক্ষা করতে পারবেন তা এই শিবিরে শেখানো হয়েছে। এতে বিপদের সময় বহু প্রাণ বেঁচে যাবে।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সাইক্লোন, ভুমিকম্প বা বন্যায় কী করে রক্ষা করবেন নিজেকে? ভিডিও দেখে শিখুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement