Jalpaiguri News: দলছুট হাতির সঙ্গে ফ্রেমবন্দি হতে বিপদ ভুলে পর্যটকদের ভিড়
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
জলপাইগুড়ি জেলার মোরাঘাট চা বাগানে শনিবার সকালে ঢুকে পড়ে একটি দলছুট হাতি। দীর্ঘক্ষণ চা বাগানে ঘোরাঘুরি করে অবশেষে সংলগ্ন মোরাঘাট রেঞ্জের জঙ্গলে প্রবেশ করে সে
জলপাইগুড়ি: বানারহাটে রাস্তার উপর থেকে দেখা যাচ্ছে চা বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে দলছুট হাতি। আর তা দেখতেই ভিড় করছে পর্যটকরা। শুধু তাই নয়, দূর থেকে সেই হাতির সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করা বা সেলফি তোলার হিড়িকও পড়ে গিয়েছে। আর তাতে ব্যাপক যানজট হচ্ছে এলাকায়।
জলপাইগুড়ি জেলার মোরাঘাট চা বাগানে শনিবার সকালে ঢুকে পড়ে একটি দলছুট হাতি। দীর্ঘক্ষণ চা বাগানে ঘোরাঘুরি করে অবশেষে সংলগ্ন মোরাঘাট রেঞ্জের জঙ্গলে প্রবেশ করে সে। জাতীয় সড়ক সংলগ্ন ওই চা বাগানে দলছুট দাঁতালকে দেখতে ভিড় জমায় পর্যটক থেকে শুরু করে পথচলতি মানুষজন। পরবর্তীতে বানারহাট থানার ট্রাফিক ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে দলছুট হাতিটির উপর নজর রেখেছেন বনকর্মীরা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মধ্যেই জঙ্গল থেকে বেরিয়ে হাতির দল ওই চা বাগানের মধ্যে ঢুকে পড়ে। স্বাভাবিকভাবেই সামনে বন্য হাতি থেকে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী, ব্যাহত হয় চা বাগানের পাতা তোলার কাজ। জানা গিয়েছে এ দিন দলছুট হাতিটি চা বাগানের চার শ্রমিককে আক্রমণ করে। ফলে আতঙ্কের পরিবেশ আছে এলাকায়।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 16, 2023 5:48 PM IST









