জানা গিয়েছে, বালুরঘাট কৃষ্ণনগর রুটের এই বাস বালুরঘাট থেকে সকাল সাড়ে আটটায় প্রতিদিন ছাড়বে। অন্যদিকে কৃষ্ণনগর থেকে প্রতিদিন সকাল ন’টায় বাস ছাড়বে। শুধু নতুন বাস নয়, বালুরঘাট স্টেট বাস টার্মিনাসকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্লোর ও নতুন বিল্ডিং করে নবরূপে সাজানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, গৌড়বঙ্গের পর্যটন কেন্দ্র নিয়ে বিশেষ বাস চালুর চিন্তাভাবনা করছে সংস্থা।
advertisement
আরও পড়ুন: দিঘা শহরে বড় বদল! পর্যটকদের জন্য প্রশাসনের বিশেষ উদ্যোগ, সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার আগে জেনে নিন
তবে সরকারি পরিবহনে মানুষ বেশি ভরসা করছেন কেন? সাধারণ যাত্রীদের একটাই বক্তব্য, বালুরঘাট থেকে দূরপাল্লার পরিষেবায় সরকারি পরিবহন বেসরকারি পরিবহনের থেকে অনেক গুণ ভাল। সঠিক সময়ে দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে দিতে এর জুড়ি নেই। সেই কারণে বাজিমাত করেছে সরকারি পরিবহন।
বালুরঘাট স্টেশন থেকে ট্রেন পরিষেবা খুব বেশি না থাকায় সাধারণ মানুষকে নির্ভর করতে হয় বাসের উপরই। বালুরঘাট ডিপোর তথ্য অনুযায়ী বালুরঘাট থেকে সকাল সাড়ে ৮টায় প্রতিদিন ছাড়বে। অন্যদিকে কৃষ্ণনগর থেকে প্রতিদিন সকাল ন’টায় বাস ছাড়বে। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দুটটি বাসের আজ শুভ সূচনা করা হল। নতুন বাস চলাচল শুরু করায় খুশি জেলাবাসী।
সুস্মিতা গোস্বামী