Digha News: দিঘা শহরে বড় বদল! পর্যটকদের জন্য প্রশাসনের বিশেষ উদ্যোগ, সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার আগে জেনে নিন
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha News Update: দিঘাকে সাজিয়ে তুলতে একদিকে জগন্নাথ মন্দির, অন্যদিকে মেরিন ড্রাইভ, একাধিক বিনোদন পার্কের পাশাপাশি আরও নানা কর্মযজ্ঞ চলছে দিঘা জুড়ে।
দিঘা: দিঘা বাঙালি পর্যটকের কাছে নস্টালজিয়া। কাজের ফাঁকে এক দু’দিনের সময় বা সপ্তাহান্তে দিঘা বেড়াতে যাননি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল! সেই দিঘায় পর্যটকদের স্বার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা, ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুধু দিঘা নয়, দিঘার পাশাপাশি মন্দারমণি, তাজপুর সমস্ত জায়গায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেছে প্রশাসন। এর পাশাপাশি দিঘা ওড়িশা সীমান্তে চলবে বিশেষ নজরদারি। বাঙালি পর্যটক থেকে শুরু করে অনেক বিদেশি পর্যটক দিঘায় ঘুরতে যান। পর্যটকদের বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
শেষ কয়েক বছরে দিঘায় পর্যটকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ছুটির মরশুম বা উইকন্ডে দিঘায় তিল ধারণের স্থান থাকে না। দিঘাকে নতুন রূপে সাজিয়ে তোলার প্রয়াস রাজ্য সরকারের জারি রয়েছে। দিঘাকে সাজিয়ে তুলতে একদিকে জগন্নাথ মন্দির, অন্যদিকে মেরিন ড্রাইভ, একাধিক বিনোদন পার্কের পাশাপাশি আরও নানা কর্মযজ্ঞ চলছে দিঘা জুড়ে। উন্নয়নমূলক কর্মযজ্ঞে দিঘার ব্র্যান্ড ভ্যালু এখন আন্তর্জাতিক মানের। জনপ্রিয়তার নিরিখে দিঘা ভারতবর্ষের গোয়া সমুদ্র সৈকতের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি দিঘায় বেড়েছে অপরাধের সংখ্যা। আর তাতেই বারবার পর্যটকদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল প্রশাসন।
advertisement
একদিকে দিঘা শহর সিসিটিভি ক্যামেরায় যেমন মুড়ে ফেলা হবে, অন্যদিকে দিঘা শহরে যেসব এলাকা আলোর অভাব রয়েছে সেইসব এলাকায় আরও নতুন করে আলোর ব্যবস্থা করা হবে। এই নিয়ে সম্প্রতি একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দিঘা থানা-সহ দিঘা মোহনা থানা ওসি ও পুলিশ আধিকারিকেরা। দিঘার নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন। দিঘায় রাত ১১টার পর পর্যটক ও স্থানীয়দের দিঘা সৈকত সরণি রাস্তায় ও বাস রাস্তায় এলাকায় হাঁটাচলার নিষেধাজ্ঞা জারি হয়েছে।
advertisement
advertisement
এছাড়াও দিঘায় দোকানদারদের রাত ১১টার পর দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দিঘায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বাংলা ওড়িশা বর্ডারেও বিশেষ পুলিশি চেকিং-এর ব্যবস্থা করা করা হচ্ছে বলে জানা যায়।
advertisement
দিঘার নিরাপত্তা নিয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য জানান, দিঘার নিরাপত্তা প্রসঙ্গে কোনওরকম আপোস নয়। দিঘায় আসা যাত্রীদের সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দিঘা জুড়ে নষ্ট হয়ে যাওয়া সিসিটিভি বাতিল করে নতুন করে ইন্সটল করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেসব জায়গা সিসিটিভি নজরদারির বাইরে ছিল সেই সব জায়গা এবার সিসিটিভির নজরদারির মধ্যে আনা হবে। এমনকি দিঘার রাস্তায় বাড়ছে স্ট্রিট লাইট। বর্ডারে পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে দিঘায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2024 7:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: দিঘা শহরে বড় বদল! পর্যটকদের জন্য প্রশাসনের বিশেষ উদ্যোগ, সমুদ্রসৈকতে বেড়াতে যাওয়ার আগে জেনে নিন