কয়েক দিনের এই ভৌতিক পরিবেশের সাক্ষী থাকায় অবশেষে দুপুর থেকেই ব্যাগপত্র গুটিয়ে বাড়ির উদ্দেশে পা বাড়াতে শুরু করেছে ছাত্রীরা। ছাত্রীদের মধ্যে আতঙ্ক কাটাতে স্কুল কর্তৃপক্ষ, এলাকার লোকজন, ছাত্রীদের অভিভাবক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের পাশাপাশি বিজ্ঞান মঞ্চের সদস্যরা ডেকে একটি বৈঠক করেন। কিন্তু ওই জরুরী বৈঠক করার পরেও আতঙ্ক কাটেনি। ছাত্রীদের মনে যে ভুল ধারণা তা বের করা যায়নি। বরং আরও জাঁকিয়ে বসেছে ওই আতঙ্ক।
advertisement
জানা গিয়েছে, এখন অবস্থা আরও জটিল হচ্ছে। কারণ সেখানের ছাত্রী এবং অভিভাবকদের বিশ্বাস ওই অস্বাভাবিক এবং অশরীরী শক্তি তাদের ক্ষতি করতে চাইছে। সেখানে আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে পড়ুয়ারা হস্টেলে থাকতে ভয় পাচ্ছে। যার ফলে স্কুল হস্টেল থেকে চলে যাওয়া আটকানো যায়নি। এদিন বেশ কিছু ছাত্রী তাদের ব্যাগপত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। অত্যাধুনিক যুগেও ভূতের আতঙ্কে হস্টেল ছেড়ে ছাত্রীদের চলে যাবার ঘটনা সামনে আসতেই জেলা জুড়ে আলোড়ন পড়েছে ইতিমধ্যেই।





