TRENDING:

West Bengal news: রাত বাড়তে নূপুরের ছমছম শব্দ! ভূতের আতঙ্কে হস্টেল ছেড়ে বাড়ির পথে ছাত্রীরা

Last Updated:

West Bengal news: ভূতের আতঙ্ক ছড়াতেই স্কুলের হস্টেল ছেড়ে বাড়ির দিকে পা বাড়াচ্ছে ছাত্রীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের কালিকাপুর হাই স্কুলের ছাত্রী হস্টেলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: ভূতের আতঙ্ক ছড়াতেই স্কুলের হস্টেল ছেড়ে বাড়ির দিকে পা বাড়াচ্ছে ছাত্রীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের কালিকাপুর হাই স্কুলের ছাত্রী হস্টেলে। এই হস্টেলে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণী ছাত্রীরা থাকে। হস্টেলে বিগত কয়েকদিন ধরে সন্ধ্যা নামতেই ছাত্রীরা নানা ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে বলে দাবি। আর এতেই গুজব ছড়ায় কেউ বলে নূপুরের আওয়াজ কেউ মানুষের গলার অস্বাভাবিক আওয়াজ। আর মুহূর্তের মধ্যে এমন গুজব ছড়াতেই হস্টেল জুড়ে তৈরি হয়েছে থমথমে আতঙ্কের পরিবেশ।
advertisement

আরও পড়ুন: বাংলাদেশকে মোক্ষম শিক্ষা দিল ভারত! বন্ধ হয়ে যেতে পারে তিন দেশের সঙ্গে বাণিজ্য, মাথায় হাত ইউনূসের

কয়েক দিনের এই ভৌতিক পরিবেশের সাক্ষী থাকায় অবশেষে দুপুর থেকেই ব্যাগপত্র গুটিয়ে বাড়ির উদ্দেশে পা বাড়াতে শুরু করেছে ছাত্রীরা। ছাত্রীদের মধ্যে আতঙ্ক কাটাতে স্কুল কর্তৃপক্ষ, এলাকার লোকজন, ছাত্রীদের অভিভাবক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের পাশাপাশি বিজ্ঞান মঞ্চের সদস্যরা ডেকে একটি বৈঠক করেন। কিন্তু ওই জরুরী বৈঠক করার পরেও আতঙ্ক কাটেনি। ছাত্রীদের মনে যে ভুল ধারণা তা বের করা যায়নি। বরং আরও জাঁকিয়ে বসেছে ওই আতঙ্ক।

advertisement

আরও পড়ুন: কোটি কোটি টাকা দিয়ে বিলাসবহুল বিমানে ভারতে আনা হল তাহাউরকে! কী কী রয়েছে বিশেষ বিমানে? কত খরচ?

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, এখন অবস্থা আরও জটিল হচ্ছে। কারণ সেখানের ছাত্রী এবং অভিভাবকদের বিশ্বাস ওই অস্বাভাবিক এবং অশরীরী শক্তি তাদের ক্ষতি করতে চাইছে। সেখানে আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে পড়ুয়ারা হস্টেলে থাকতে ভয় পাচ্ছে। যার ফলে স্কুল হস্টেল থেকে চলে যাওয়া আটকানো যায়নি। এদিন বেশ কিছু ছাত্রী তাদের ব্যাগপত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। অত্যাধুনিক যুগেও ভূতের আতঙ্কে হস্টেল ছেড়ে ছাত্রীদের চলে যাবার ঘটনা সামনে আসতেই জেলা জুড়ে আলোড়ন পড়েছে ইতিমধ্যেই।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal news: রাত বাড়তে নূপুরের ছমছম শব্দ! ভূতের আতঙ্কে হস্টেল ছেড়ে বাড়ির পথে ছাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল