Tahawwur Rana: কোটি কোটি টাকা দিয়ে বিলাসবহুল বিমানে ভারতে আনা হল তাহাউরকে! কী কী রয়েছে বিশেষ বিমানে? কত খরচ?

Last Updated:
Tahawwur Rana: ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাওওর রানাকে আমেরিকা থেকে ভারতে নিয়ে এসেছে এনআইএ-র বিশেষ টিম। তাহাউরকে ভারতে আনার জন্য গালফস্ট্রিম G550 বিমান ব্যবহার করা হয়েছিল। কিন্তু কেন এই বিমান, কী কী সুবিধা রয়েছে এই বিমানে?
1/5
২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাওওর রানাকে আমেরিকা থেকে ভারতে নিয়ে এসেছে এনআইএ-র বিশেষ টিম। তাহাউরকে ভারতে আনার জন্য গালফস্ট্রিম G550 বিমান ব্যবহার করা হয়েছিল। এটি একটি সুপার মিড-সাইজ, আল্ট্রা-লং-রেঞ্জ বিজনেস জেট। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানটি ভিয়েনার একটি সংস্থা থেকে ভাড়া নেওয়া হয়েছিল। Image: x/GulfstreamAero
২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড তাহাওওর রানাকে আমেরিকা থেকে ভারতে নিয়ে এসেছে এনআইএ-র বিশেষ টিম। তাহাউরকে ভারতে আনার জন্য গালফস্ট্রিম G550 বিমান ব্যবহার করা হয়েছিল। এটি একটি সুপার মিড-সাইজ, আল্ট্রা-লং-রেঞ্জ বিজনেস জেট। সংবাদমাধ্যম সূত্রে খবর, বিমানটি ভিয়েনার একটি সংস্থা থেকে ভাড়া নেওয়া হয়েছিল। Image: x/GulfstreamAero
advertisement
2/5
এই গালফস্ট্রিম G550 বিমানের বিলাসবহুল কেবিনে ১৯ জন যাত্রী বসতে পারেন। বিমানটিতে নয়টি বসার জায়গা এবং ছটি শোয়ার জায়গা রয়েছে। ওয়্যারলেস ইন্টারনেট, স্যাটেলাইট ফোনের সঙ্গে বিনোদনের জন্যও আধুনিক প্রযুক্তি রয়েছে এই বিমানে।
এই গালফস্ট্রিম G550 বিমানের বিলাসবহুল কেবিনে ১৯ জন যাত্রী বসতে পারেন। বিমানটিতে নয়টি বসার জায়গা এবং ছটি শোয়ার জায়গা রয়েছে। ওয়্যারলেস ইন্টারনেট, স্যাটেলাইট ফোনের সঙ্গে বিনোদনের জন্যও আধুনিক প্রযুক্তি রয়েছে এই বিমানে।
advertisement
3/5
বিলাসবহুল এই বিমান ভিআইপিদের জন্যও অন্যন্ত পছন্দের। ২০০৩ সাল থেকে এটি আকাশপথে ওড়া শুরু করে। তারপর থেকে এটি সারা বিশ্বের অনেক শিল্পপতি, ধনকুবেরদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। তবে অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে কেন এত দামি বিমান ব্যবহার করা হল? চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে নিরাপদভাবে এই অভিযান সম্পন্ন করতে চেয়েছিল কেন্দ্র। সেই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও নজরে ছিল। এছাড়াও বিমানের গতি এবং অল্প বিরতিতে দ্রুত তাহাউরকে দিল্লি নিয়ে আসার জন্য এর ব্যবহার করা হয়ে থাকতে পারে।
বিলাসবহুল এই বিমান ভিআইপিদের জন্যও অন্যন্ত পছন্দের। ২০০৩ সাল থেকে এটি আকাশপথে ওড়া শুরু করে। তারপর থেকে এটি সারা বিশ্বের অনেক শিল্পপতি, ধনকুবেরদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। তবে অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে কেন এত দামি বিমান ব্যবহার করা হল? চূড়ান্ত গোপনীয়তার সঙ্গে নিরাপদভাবে এই অভিযান সম্পন্ন করতে চেয়েছিল কেন্দ্র। সেই সঙ্গে নিরাপত্তার বিষয়টিও নজরে ছিল। এছাড়াও বিমানের গতি এবং অল্প বিরতিতে দ্রুত তাহাউরকে দিল্লি নিয়ে আসার জন্য এর ব্যবহার করা হয়ে থাকতে পারে।
advertisement
4/5
অনুমান করা হচ্ছে যে এই পুরো যাত্রায় প্রায় চার কোটি টাকা খরচ করা হয়েছে। সাধারণত মিয়ামি থেকে দিল্লি পর্যন্ত বিজনেস ক্লাস টিকিটের দাম প্রায় চার লাখ টাকা। তাহাওওর রানা একজন হাই-প্রোফাইল সন্ত্রাসী। তাই তাকে গোপনীয়তার সঙ্গে ভারতে পৌঁছে দেওয়া একটি চ্যালেঞ্জ ছিল।
অনুমান করা হচ্ছে যে এই পুরো যাত্রায় প্রায় চার কোটি টাকা খরচ করা হয়েছে। সাধারণত মিয়ামি থেকে দিল্লি পর্যন্ত বিজনেস ক্লাস টিকিটের দাম প্রায় চার লাখ টাকা। তাহাওওর রানা একজন হাই-প্রোফাইল সন্ত্রাসী। তাই তাকে গোপনীয়তার সঙ্গে ভারতে পৌঁছে দেওয়া একটি চ্যালেঞ্জ ছিল।|
advertisement
5/5
গালফস্ট্রিম G550 তৈরি করে আমেরিকার একটি বিমান সংস্থা। এর প্রধান কার্যালয় জর্জিয়ার সাভানাতে। এই বিমান সর্বাধিক ৫১,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে। সেই সঙ্গে  কম বিরতিতে টানা অনেক দুরত্ব যেতে সক্ষম গালফস্ট্রিম G550। গালফস্ট্রিম G550 এর দাম শুরু হয় ৫০০ কোটি টাকা থেকে।
গালফস্ট্রিম G550 তৈরি করে আমেরিকার একটি বিমান সংস্থা। এর প্রধান কার্যালয় জর্জিয়ার সাভানাতে। এই বিমান সর্বাধিক ৫১,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে। সেই সঙ্গে কম বিরতিতে টানা অনেক দুরত্ব যেতে সক্ষম গালফস্ট্রিম G550। গালফস্ট্রিম G550 এর দাম শুরু হয় ৫০০ কোটি টাকা থেকে।
advertisement
advertisement
advertisement