এদিন নিজের নতুন আবিষ্কার ওয়্যারলেস সাউন্ডবক্স নিয়ে শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের দেখাতে স্কুলে হাজির হয় আয়ুষ। তাঁর এই আবিষ্কার দেখে অবিশ্বাস্য মনে হলেও বিশ্বাস করতেই হয়। কারণ মাঝেমধ্যেই নিজের হাতের তৈরি বিভিন্ন যান্ত্রিক মডেল স্কুলে নিয়ে আসে এই খুদে।
আরও পড়ুনঃ ধানের জমিতে ‘ওঁদের’ তাণ্ডব, সাতসকালেই মারাত্মক দৃশ্য! মাথায় হাত গ্রামবাসীর
advertisement
আয়ুষ জানায়, পাড়ার এক দাদাকে দেখে এই কাজের প্রতি তাঁর উৎসাহ বাড়ে। এখন নিজে থেকে নতুন কিছু করতে খুব ভাললাগে। তাই কিছু তৈরি করলেই স্কুলে এসে সহপাঠী এবং শিক্ষকদের দেখায়।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোবাস্সার আনসার জানান, ‘এই বয়সে এমন প্রতিভা সত্যি খুব প্রশংসনীয়। আমরা শুনেছি আয়ুষ প্রায়ই ক্লাসে নিজের হাতে তৈরি নতুন কিছু মডেল এবং যান্ত্রিক সামগ্রী নিয়ে আসে। এই বয়সে তাঁর এমন প্রতিভা অন্যান্য পড়ুয়াদের অনুপ্রেরণা জোগাবে’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের পুরাতন মালদহ ব্লকের বালা সাহাপুর এলাকায় বাড়ি আয়ুষ চৌধুরীর। শুধু আবিষ্কার নয়, পড়াশোনাতেও মেধাবী এই পড়ুয়া। ভবিষ্যতে তাঁর স্বপ্ন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার। এই বয়সে তাঁর এমন চিন্তাধারা ও প্রতিভা বর্তমান প্রজন্মের পড়ুয়াদের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন অনেকে।