ধানের জমিতে 'ওঁদের' তাণ্ডব, সাতসকালেই মারাত্মক দৃশ্য! মাথায় হাত গ্রামবাসীর
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
সকালে গ্রামের লোকজন দেখেন, পলাশিয়া গ্রাম সহ বেশ কিছু এলাকায় ধানের জমিতে তাণ্ডব চলেছে
পশ্চিম মেদিনীপুর, শোভন দাসঃ সাতসকালেই মাথায় হাত! প্রবল দুশ্চিন্তায় মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জের গুড়গুড়িপাল এলাকার পলাশিয়া গ্রামের বাসিন্দারা। ধানের জমিতে নেমে তাণ্ডব চালিয়েছে হাতির দল। বাচ্চা সহ সেই দলে মোট ১০টি হাতি ছিল বলে খবর।
জানা যাচ্ছে, গতকাল রাতে খড়গপুরের দিক থেকে কংসাবতী নদী পেরিয়ে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া রেঞ্জ এলাকায় ঢুকে পড়ে একটি হাতির দল। ৬টি বাচ্চা সহ সেই দলে মোট ১০টি হাতি ছিল বলে খবর। এরপর ধানের জমিতে নেমে তাণ্ডব চালায় গজরাজরা। সেই নিয়েই চিন্তায় পড়েছেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ ফুল তুলতে যাওয়াই কাল হল! বাড়ির কাছে উদ্ধার প্রৌঢ়ের র*ক্তাক্ত দেহ, পরিবারের দাবি…! ঘনাচ্ছে রহস্য
আজ সকালে গ্রামের লোকজন দেখেন, পলাশিয়া গ্রাম সহ বেশ কিছু এলাকায় ধানের জমিতে হাতির পালের তাণ্ডব চলেছে। যদিও পরবর্তীতে সাধারণ মানুষ একত্রিত হয়ে ১০টি হাতির দলকে ধানের জমি থেকে তাড়িয়ে দেন। বর্তমানে চাঁদড়া রেঞ্জ এলাকার একটি জঙ্গলে গজরাজদের দল অবস্থান করছে বলে খবর।
advertisement
advertisement
এদিকে হাতির দলের এই তাণ্ডবের ফলে চিন্তা বেড়েছে এলাকাবাসীর। হাতির দলের হাত থেকে নিজেদের জমির ধান রক্ষা করতে পারবেন কিনা সেই নিয়ে সংশয়ে এলাকার মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 10:48 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধানের জমিতে 'ওঁদের' তাণ্ডব, সাতসকালেই মারাত্মক দৃশ্য! মাথায় হাত গ্রামবাসীর