ফুল তুলতে যাওয়াই কাল হল! বাড়ির কাছে উদ্ধার প্রৌঢ়ের র*ক্তাক্ত দেহ, পরিবারের দাবি...! ঘনাচ্ছে রহস্য
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
মাথার পিছনে আঘাতের চিহ্ন, গামছা খোলা, দেহ একেবারে অস্বাভাবিক ভঙ্গিতে পড়ে থাকা- সব মিলিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য
পূর্বস্থলী, বনোয়ারীলাল চৌধুরীঃ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নশরতপুর। বুধবার ভোরবেলা, চারদিক তখনও আধো অন্ধকারে ঢাকা। প্রতিদিনের মতোই বাড়ি থেকে বেরিয়েছিলেন বিমল কৃষ্ণ সাহা। হয়তো ভেবেছিলেন, রোজকার মতোই ফুল তুলবেন, তারপর বাড়ির সামনে পড়ে থাকা জঞ্জাল পরিষ্কার করবেন। প্রতিবেশীদের চোখে তিনি প্রতিদিন সকালে নিয়ম মেনে এই রুটিন পালন করতেন। কিন্তু আজ বুধবার সেই অভ্যাসই যেন হয়ে দাঁড়াল মৃত্যুফাঁদ! কিছুক্ষণ পরই রক্তাক্ত অবস্থায় বাড়ির কাছে মিলল তাঁর নিথর দেহ।
মাথার পিছনে আঘাতের চিহ্ন, গামছা খোলা, দেহ একেবারে অস্বাভাবিক ভঙ্গিতে পড়ে থাকা- সব মিলিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। পরিবারের দাবি, এটা কোনও ভাবেই স্বাভাবিক মৃত্যু হতে পারে না, খুন করা হয়েছে। স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী সন্ধ্যা সাহা ভেঙে পড়েছেন।
আরও পড়ুনঃ পেটের দায়ে বোলপুরে কাজে! নেপালে রয়েছে পরিবার, Gen Z বিপ্লবের আবহে কী বলছেন নেপালি পরিযায়ীরা?
কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমি শুধু চাই এই ঘটনার বিচার হোক’। মৃতের পুত্রবধূ জয়শ্রী সাহা বলেন, ‘বাড়ির সামনের ময়লা পরিষ্কার করতে আমরা বারণ করতাম, উনি শুনতেন না। এরপর এই ঘটনা। দেখে তো মনে হচ্ছে না উনি পড়ে গিয়েছেন। এটা কোনও ভাবেই স্বাভাবিক ঘটনা হতে পারে না। কেউ যদি আমার শ্বশুরমশাইকে মেরে থাকে তাহলে তাঁর শাস্তি চাই’।
advertisement
advertisement
পরিবারের দাবি অনুযায়ী, দেহ একেবারে উলঙ্গ অবস্থায় পড়ে ছিল। পরনে থাকা গামছাটাও খোলা ছিল। স্বাভাবিক মৃত্যুর থেকে খুনের আশঙ্কাই জোরালো হয়ে উঠছে এলাকায়। এলাকার লোকেদের মধ্যেও ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। সকালের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে ভরে ওঠে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকে বলছেন, ‘সত্যিই যদি খুন হয়ে থাকে, তাহলে আমাদের এলাকাতেই খুনিরা ঘুরে বেড়াচ্ছে। সঠিক তদন্ত হোক’। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। হাজির হন থানার আইসি নিজে। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। বর্তমানে ফরেনসিক পরীক্ষা, ময়নাতদন্ত সব দিকেই নজর দিচ্ছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 10, 2025 10:27 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফুল তুলতে যাওয়াই কাল হল! বাড়ির কাছে উদ্ধার প্রৌঢ়ের র*ক্তাক্ত দেহ, পরিবারের দাবি...! ঘনাচ্ছে রহস্য








