জেলার উদ্যান পালন দফতর থেকেই চাষিরা ঘরে আনতে পারবেন সেড নেট। রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন সাবসিডি স্কিম থেকে জেলার উদ্যান পালন বিভাগ থেকে কৃষকরা পেয়ে যাবেন এই সেড নেট। এই ছায়াজাল বা সেড নেট হল প্লাস্টিক দ্বারা নির্মিত হাল্কা নমনীয় চাদর, যা দিয়ে প্রয়োজনীয় জল ও বাতাস প্রবেশ করতে পারে এবং সূর্যের আলো আংশিকভাবে নির্দিষ্ট পরিমাণে আটকায়। এটি বিভিন্ন রঙের হতে পারে যেমন সবুজ, নীল, লাল, সাদা, কালো বা এইসব রঙের মিশ্রণ। এই সেড নেটের হারও বিভিন্ন হয়ে থাকে যেমন— ২৫%, ৩৫%, ৫০% ৭৫%, ও ৯০%।
advertisement
আরও পড়ুন: লিচু চাষে হেসেখেলে আসবে হাজার হাজার টাকা, শুধু জানতে হবে ছোট্ট এই কয়েকটি গোপন টিপস
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২৫/৩৫ শতাংশ সেড নেটে এগুলো মূলত শীতকালে ব্যবহার করা হয় কুয়াশা কিংবা শীতের গুড়ি গুড়ি বৃষ্টি থেকে ফসলকে বাঁচাতে। শীতের বায়ুপ্রবাহ, শিশির, কুয়াশা, শিলাবৃষ্টি প্রভৃতি প্রাকৃতিক প্রতিকূলতার হাত থেকে ফসলকে রক্ষা করতে ব্যবহার করুন সেড নেট।
পিয়া গুপ্তা