Litchi Cultivation Tips: লিচু চাষে হেসেখেলে আসবে হাজার হাজার টাকা, শুধু জানতে হবে ছোট্ট এই কয়েকটি গোপন টিপস
- Reported by:Piya Gupta
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
প্রতি কেজি লিচুর বাজারমূল্য মরশুম অনুযায়ী ১৫০-২৫০ টাকা পর্যন্ত হয়
উত্তর দিনাজপুর: গ্রীষ্মকাল মানে আম-লিচুর সময়। তবে এই আম বা লিচুর ভাল ফলন পেতে শীতকাল থেকেই করতে হবে পরিচর্যা তবেই ফলন হবে দ্বিগুণ। অল্প সময়ে বাজারে থাকা এই রসালো ফলের রানি বাজারে আসা মাত্রই প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং লাভ হয় দ্বিগুণ। লিচু চাষ একটি লাভজনক ব্যবসা। এক একর জমিতে চাষের খরচ তুলনামূলক কম, তবে সঠিক পরিচর্যার মাধ্যমে উচ্চ ফলন সম্ভব। একটি পূর্ণবয়স্ক লিচু গাছ থেকে বছরে ১০০-২০০ কেজি ফলন পাওয়া যায়। প্রতি কেজি লিচুর বাজারমূল্য মরশুম অনুযায়ী ১৫০-২৫০ টাকা পর্যন্ত হয়। তাই শীতকাল থেকেই লিচু গাছের যত্নের জন্য, সেচের পাশাপাশি সার প্রয়োগ করতে হবে। লিচু গাছের বৃদ্ধি ও ফলন বাড়ানোর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে।
সিএডিসির কৃষি বিশেষজ্ঞ রাধিকা রঞ্জন দেবভূতি জানান, গ্রীষ্মে লিচুর ভাল ফলন পেতে শীতকালে লিচু গাছকে নিয়মিত সেচ দিতে হবে। মাটির ধরণ অনুসারে খরার সময় ১০-১৫ দিন পর পর সেচ দিতে হবে। গাছে মুকুল আসার আগে, ফল মটরদানার সমান হওয়ার সময় এবং মার্বেল আকার ধারণ করলে প্লানোফিক্স, মিরাকুলান বা ফ্লোরা স্প্রে করতে হবে। পূর্ণ বয়স্ক ফলন-গাছে ইউরিয়া সার, টিএসপি সার, এমওপি সার, জিপসাম সার, জিংক সালফেট সার, গোবর এবং ছাই প্রয়োগ করতে হবে। লিচু গাছের মুকুলে জৈব তরল সালফার ও নিম তেল সহযোগে স্প্রে করুন। সালফার কুয়াশায় মুকুলকে বাঁচাবার সঙ্গে লিচু গাছকে মাকড় থেকে দেবে সুরক্ষা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই শীতকালে লিচু গাছে কমপক্ষে ৪৫ থেকে ৬০ দিন অন্তর অন্তর জল সেচ দিতে হবে। এই সময় গাছের শুকনো ও অপ্রয়োজনীয় ডাল কেটে ফেলতে হবে। ডাল ছাঁটাই করলে মুকুল আসার সময় আলো ও বাতাস প্রবেশ সহজ হয় যা মুকুলের গুণগতমান উন্নত করে। এছাড়া মুকুল আসার ১-২ মাস আগে গাছের চারপাশের মাটি নরম করে দিতে হবে। মুকুল আসার আগে জৈব সার ব্যবহার করলে মুকুলের সংখ্যা বাড়ে। গোবর সার বা কম্পোস্ট সার এই সময় সবচেয়ে কার্যকর। এভাবেই শীতকালে লিচু গাছের পরিচর্যা করলে গ্রীষ্মের শুরুতেই ভাল ফলন পাওয়া যাবে লিচু গাছ থেকে।
advertisement
পিয়া গুপ্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 21, 2025 2:02 PM IST






