TRENDING:

Christmas day: বড়দিনের আগেই রাস্তায় এ কী করছে সান্তা ক্লজ! অবাক স্থানীয়রা

Last Updated:

Christmas Day: বড়দিনের কথা মাথায় এলেই সবার প্রথমে মাথায় আসে সান্তা ক্লজের কথা। যিনি কাঁধে থাকা ঝুলি থেকে সকলের জন্য খেলনা উপহার দিয়ে থাকেন। তবে এবার বড়দিনের আগেই কোচবিহারের শহরের রাস্তায় দেখা মিলল দুই সান্তা ক্লজের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বড়দিনের কথা মাথায় এলেই সবার প্রথমে মাথায় আসে সান্তা ক্লজের কথা। যিনি কাঁধে থাকা ঝুলি থেকে সকলের জন্য খেলনা উপহার দিয়ে থাকেন। তবে এবার বড়দিনের আগেই কোচবিহারের শহরের রাস্তায় দেখা মিলল দুই সান্তা ক্লজের। দু’জনেই একসঙ্গে শহরের বিভিন্ন রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছেন। তবে খেলনা বিলি করছে না করছে একটি সামাজিক সচেতনতামূলক লিফলেট বিলি। যেখানে লেখা রয়েছে প্লাস্টিক পরিবেশের জন্য কতটা দূষণ ঘটিয়ে থাকে। এছাড়া রাস্তায় পড়ে থাকা নোংরা প্লাস্টিক তাঁরা কুড়িয়ে ভরে নিচ্ছেন নিজেদের সঙ্গে থাকা ব্যাগে।
advertisement

আরও পড়ুন: ২০০ কোটি টাকা বিদ্যুতের বিল মেটায়নি বাংলাদেশ, লাইন কেটে দেবে ভারত? বিস্ফোরক ত্রিপুরার মুখ্যমন্ত্রী

সান্তা সেজে ঘুরে বেড়ানো সমাজসেবী শঙ্কর রায় জানান, প্রতিবছর বড়দিনের সময় সান্তা ক্লজকে নিয়ে ছোট থেকে বড় সকলের মধ্যে এক আলাদা উদ্দীপনা থাকে। বর্তমানে তিনি বড়দিনের আগে এই কারণেই সান্তা ক্লজ সেজে ঘুরে বেড়াচ্ছেন শহরের রাস্তায়। যাতে তাঁকে দেখে আরও মানুষ এগিয়ে আসেন। শহরের রাস্তায় যেভাবে যত্রতত্র নোংরা প্লাস্টিক পড়ে থাকে, তাতে পরিবেশ অনেকটাই দূষণের শিকার হয়। তাই মানুষের উচিত প্লাস্টিক দ্রব্য অনেকটাই কম ব্যবহার করা।

advertisement

আরও পড়ুন: আরজি কর কাণ্ড নিয়ে ফের সিবিআই চেয়ে হাই কোর্টে মামলা! বেরিয়ে আসবে বড় কোনও সত্যি?

View More

এছাড়া তিনি আরও বলেন, “পড়শি দেশ ভুটানে প্লাস্টিকের যত্রতত্র পড়ে থাকার সমস্যা নেই বললেই চলে। কারণ, সেখানে বহু জায়গায় ডাস্টবিন রয়েছে। এমন ব্যবস্থা পশ্চিমবঙ্গেও করা উচিত। একদিকে প্লাস্টিক দ্রব্য কম ব্যবহার, আর অপরদিকে ব্যবহার করা প্লাস্টিক দ্রব্য ডাস্টবিনে ফেলা। তাহলে খুব সহজেই পরিবেশ দূষণমুক্ত থাকতে পারবে। না হলে, অদূর ভবিষ্যতে এই দূষণের মাত্রা আরও অনেকটাই বেড়ে উঠবে। তাই তিনি ছোট থেকে বড় সকলের মধ্যেই এই লিফলেট বিলি করছেন। এছাড়া সকলকে বলছেন প্লাস্টিক দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে। যাতে ভবিষ্যতে তাঁরাও অযথা প্লাস্টিক দ্রব্য ব্যবহার কমাতে পারেন।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

শহরের বুকে এভাবে সান্তা ক্লজকে ঘুরে বেড়াতে দেখে অনেকেই এগিয়ে এসে ছবি তুলছেন। আবার অনেকে তো দাঁড়িয়ে দেখছেন সান্তা ক্লজের এই অবাক করা কাণ্ড। তবে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন সমাজসেবীর এই ধরনের কর্মকাণ্ড দেখে। তবে শঙ্কর আগামী দিনেও তাঁর এই ধরনের সমাজ সচেতনতার কর্মকাণ্ড চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছেন তিনি।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Christmas day: বড়দিনের আগেই রাস্তায় এ কী করছে সান্তা ক্লজ! অবাক স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল